1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেবার দাবীতে মণিরামপুরে বিএনপির অর্ধলক্ষ নেতাকর্মীর বিক্ষোভ সমাবেশ গোদাগাড়ীতে মাদকের নীল ছোবল: ধ্বংসের মুখে যুবসমাজ, নেপথ্যে ধরাছোঁয়ার বাইরের ‘মাদক সম্রাটরা’ রাজশাহীতে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চলে আলু চাষে বিপ্লব, নেপথ্যে বাড়তি খরচের ভারে নুইয়ে পড়ছে কৃষকের স্বপ্ন ভালো রাজনীতি প্রতিষ্ঠিত করতে হলে ভালো রাজনীতিবিদই লাগবে—এই কথাটি শুধু একটি নৈতিক উচ্চারণ নয়, এটি একটি বাস্তব রাজনৈতিক সত্য আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! হলোনা ন্যায় বিচার -আল আমিন মিলু হাদিদের মরন নেই : মানবতা মরছে অহরহ ঠিকই!

এদেশে মানুষ দেশপ্রেমিক হবার মানসিকতা নিয়েই জন্মায়—এটা কোনো রোমান্টিক কল্পনা নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতারই স্বাভাবিক ফল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 মা–বাবার মুখে শোনা গল্প, মুক্তিযুদ্ধের স্মৃতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আবেগ—এসব নিয়েই একজন মানুষ বড় হয়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন এই স্বাভাবিক দেশপ্রেমের মুখোমুখি দাঁড়ায় ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, ভালোমানুষের অবমূল্যায়ন আর স্থায়ী নিরাপত্তাহীনতা।
ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এই দেশের সবচেয়ে বড় সংকটগুলোর একটি। এখানে আদর্শ নয়, ক্ষমতাই মুখ্য। কে ক্ষমতায় থাকবে, কে টিকে থাকবে—এই হিসাবেই রাজনীতি পরিচালিত হয়। ফলে দেশপ্রেম, ন্যায্যতা, সত্যবাদিতা হয়ে পড়ে গৌণ বিষয়। যে মানুষটি আদর্শের কথা বলে, প্রশ্ন তোলে, অন্যায়ের প্রতিবাদ করে—তাকে ‘অবাধ্য’, ‘বিরোধী’ কিংবা ‘ঝামেলাপ্রবণ’ হিসেবে চিহ্নিত করা হয়। এভাবে দেশপ্রেমিক মানুষ ধীরে ধীরে রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে পড়ে।
ভালোমানুষের অবমূল্যায়ন আমাদের সমাজে প্রায় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সততা এখানে দুর্বলতা হিসেবে বিবেচিত হয়, নীরবতা ভীরুতা হিসেবে, আর ন্যায্যতার পক্ষে থাকা হয়ে ওঠে আত্মঘাতী সিদ্ধান্ত। যারা নিয়ম মেনে চলে, অন্যায়কে ‘না’ বলে—তারা সুবিধা পায় না, বরং বঞ্চিত হয়। এই বাস্তবতা মানুষকে শেখায়, ভালোমানুষ হয়ে টিকে থাকা কঠিন। ফলে অনেকেই নিজের ভেতরের দেশপ্রেমকে চেপে রাখতে শেখে, বাঁচার স্বার্থে আপস করে।
এর সঙ্গে যোগ হয় ভয়ংকর এক নিরাপত্তাহীনতা। এদেশে দেশপ্রেমিক হওয়া মানেই সবসময় নিরাপদ থাকা নয়। কথা বললেই হুমকি, লিখলেই মামলা, পথে নামলেই হামলার আশঙ্কা—এই ভয়ের সংস্কৃতি মানুষকে নীরব হতে বাধ্য করে। পরিবার, জীবিকা, ভবিষ্যৎ—সবকিছুর দায় কাঁধে নিয়ে মানুষ ভাবে, “দেশপ্রেম দেখিয়ে লাভ কী, যদি নিজেই হারিয়ে যাই?” এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই।
ফলে যা হয়, তা হলো ধীরে ধীরে আত্মরক্ষামূলক এক মানসিকতা তৈরি হয়। মানুষ দেশকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে ভয় পায়। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বদলে নিরাপদ দূরত্ব বজায় রাখে। দেশপ্রেম তখন বুকের ভেতরে চাপা পড়ে থাকে—প্রকাশ পায় না কর্মে, কথায় বা রাজনীতিতে।
এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন ক্ষমতার রাজনীতির বদলে আদর্শের রাজনীতি, ভয়ের বদলে নিরাপত্তা, আর অবমূল্যায়নের বদলে সম্মান। যতদিন না একজন ভালোমানুষ নিরাপদে ভালো থাকার নিশ্চয়তা পায়, ততদিন এই দেশে দেশপ্রেমিক মানুষের সংখ্যা বাড়বে না—বরং জন্ম নিয়েও তারা ধীরে ধীরে দেশপ্রেমিক হওয়া থেকে সরে আসবে।
আর সেটাই হবে রাষ্ট্রের সবচেয়ে বড় ভয়ংকর রকমের ক্ষতির কারন যা জাতিকে ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত করে ফেলবে।

আল আমিন মিলু
রাজনৈতিক বিশ্লেষক গবেষক ও
আহ্বায়ক গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট