1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এসএসসি-৮৬ ব্যাচ-এর চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেবার দাবীতে মণিরামপুরে বিএনপির অর্ধলক্ষ নেতাকর্মীর বিক্ষোভ সমাবেশ গোদাগাড়ীতে মাদকের নীল ছোবল: ধ্বংসের মুখে যুবসমাজ, নেপথ্যে ধরাছোঁয়ার বাইরের ‘মাদক সম্রাটরা’ রাজশাহীতে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চলে আলু চাষে বিপ্লব, নেপথ্যে বাড়তি খরচের ভারে নুইয়ে পড়ছে কৃষকের স্বপ্ন ভালো রাজনীতি প্রতিষ্ঠিত করতে হলে ভালো রাজনীতিবিদই লাগবে—এই কথাটি শুধু একটি নৈতিক উচ্চারণ নয়, এটি একটি বাস্তব রাজনৈতিক সত্য আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! হলোনা ন্যায় বিচার -আল আমিন মিলু

প্রতিধ্বনির দুঃস্বপ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

আমি আর থাকতে চাই না
এই মানবতাহীন পৃথিবীতে—
যেখানে প্রতিদিন সূর্য ওঠে রক্তমাখা চিঠি হাতে,
আর সকাল মানে কেবল
নতুন কোনো শোকের সূচনা।

যেখানে হাসি মানে ছদ্মবেশ,
ভালোবাসা মানে বিনিময়ের হিসাব।
যেখানে মানুষ শুধু বেঁচে থাকে,
মনুষ্যত্ব ধীরে ধীরে মরে যায়—
পোস্টারের নিচে,
প্রচারাভিযানের ভেতর,
অন্ধ বিশ্বাসের কোলাহলে।

আমি যেতে চাই দূর কোনো নীল গ্রহে—
যেখানে বাতাসে নেই কার্বনের বিষ,
শুধু তারার ধূলি
আর অরোরার মৃদু নাচ।
যেখানে শব্দ মানে সঙ্গীত,
আর নীরবতা মানে প্রার্থনা।
সেখানে বন্দুক নেই,
নেই যুদ্ধের নেশা—
মানুষ নেই, তবু আছে জীবনের আলো।

আমি সাজাবো এক স্বপ্নের সাম্রাজ্য—
জনহীন — তবু অদৃশ্য প্রাণের গুঞ্জনে পূর্ণ।
আলোয় গড়া ঘর বানাবো অন্ধকারের বুকের ওপর,
যেখানে সময় থেমে যাবে
আমার ইচ্ছেমতো।
ফুল ফুটবে বিনা মাটিতে,
আর নদী বইবে আকাশের বুকের ভেতর দিয়ে—
যেন মহাবিশ্ব নিজেই
আমার সুরে শ্বাস নিচ্ছে।

সেখানে কোনো পতাকা থাকবে না,
না কোনো ধর্ম,
না কোনো সীমান্তরেখা—
শুধু এক অসীম আলোর সমুদ্র,
যেখানে আমি হারাবো,
আবার নিজেকেই খুঁজে পাবো।
আমি হবো এক ভাসমান ধূলিকণা—
তবু তারার মতো জ্বলে উঠব প্রতিরাতে।

পৃথিবী, বিদায়।
তোমার কোলাহল এখন আমার কাছে
প্রতিধ্বনির দুঃস্বপ্ন।
তোমার সভ্যতা এক আয়না—
যেখানে মানুষ নিজের ছায়াকেও অপরাধী জেনে নেয়।

আমি পাড়ি দিচ্ছি এমন এক গ্রহে—
যেখানে প্রতিটি নিঃশ্বাস মানে কবিতা,
প্রতিটি নিঃসঙ্গতা মানে শান্তি,
আর প্রতিটি আলো মানে পুনর্জন্ম।

৩১/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট