1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোল আলুর দামে গোলমাল : কৃষকদের মনে পাকাচ্ছে গন্ডগোল জামালপুর জেলা ট্রাক-ট্যাঙ্জলড়ী, কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র মৃত সদস্য পরিবারের মাঝে চেক বিতরণ ভালো নির্বাচন না হলে সরকার টিকবে না—বর্তমান প্রজন্ম মেনে নেবে না গণঅধিকার পরিষদের তারুণ্যের প্রতীক আবুল হোসেন জীবন, হবিগঞ্জ-১ এ নতুন সমীকরণের কেন্দ্রবিন্দু হুমকি! তারুণ্যের চোখে ডোমার’ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন সরিষাবাড়ীতে বিএনপির মনোনয়ন পেলেন ফরিদুল কবীর তালুকদার শামীম শ্রীমঙ্গলে জনতা ব্যাংকের ঋণ আদায়ে সাফল্য, তরুণ প্রজন্মকে সচেতন করছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক জামালপুরের অধিপরামর্শ সভা মানসম্মত ভূমিসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার ১৫ সদস্য কমিটি গঠন

টঙ্গীতে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে তথ্য মুছলেন ছাত্রদল নেতা, দিলেন হত্যার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

মাহবুব জিলানী  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে অপহরণের তথ্য সংগ্রহকালে স্থানীয় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের নেতা রেদোয়ান আহমাদ আদন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর কলেজ গেট এলাকায় সুন্দর বন কোরিয়ার সার্ভিস ভবনের দ্বিতীয় তলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি রেস্টুরেন্টের ম্যানেজারকে টাকা চুরির অভিযোগে রেদোয়ান আহমাদ আদনসহ কয়েকজন তাকে টানা তিন দিন তাদের বাসার পঞ্চম তলায় আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন। বিষয়টি জানার জন্য ওই ভবনের দ্বিতীয় তলায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা আলোচনা করছিলেন। এসময় সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী ঘটনাস্থলে গিয়ে অপহরণের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শুরু করেন।

একপর্যায়ে অভিযুক্তরা সাংবাদিক জিলানীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। রেদোয়ান আহমাদ আদন ও তার সহযোগীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মারধরের চেষ্টা করেন এবং তার মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে রেকর্ডকৃত ভিডিও ও তথ্য মুছে ফেলেন। পরে তাকে অবরুদ্ধ করে রাখলেও গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের ফোন কল পাওয়ার পর মুক্তি দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী থানায় দায়ের করা জিডিতে তিনজনের নাম উল্লেখ করেন। তারা হলেন— ১। রেদোয়ান আহমাদ আদন (২৫), পিতা-তানভীন হাসান আরমান ২। আজাহার (৫০),পিতা-অজ্ঞাত ৩। ইউসুফ শরীফ (৪০) এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত রেদোয়ান আহমদ আদন অভিযোগ অস্বীকার করে জানান, এমন কোন ঘটনা ঘটেনি।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের।”

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট