1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার: এডভোকেট মোহাম্মদ আব্দুর রব উত্তরসুরি প্রাথমিক শিক্ষা: সহ-শিক্ষকদের কর্ম বিরতি এটিইও’র সহযোগিতায় পরিক্ষা চালু জল্পনার অবসান: সিরাজগঞ্জ-১ এ ধানের শীষের প্রার্থী সেলিম রেজা জামালপুরে মৃত ট্রাক চালক শ্রমিক পরিবারের মাঝে চেক হস্তান্তর প্রশ্নহীন মিছিল ‎দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার মারা গেছেন দূর্নীতি মুক্ত বাংলাদেশ: স্বপ্ন, সংগ্রাম ও বাস্তবতার কঠিন সমীকরণ অহংকার নয়, আত্মসম্মান—নিজেকে সামলে রাখার রাজনীতি সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রশ্নহীন মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

রাষ্ট্র আজ মৌনে মুখ ঢাকে,
নীরবতার আঁধারে ফুটে ওঠে উগ্রতার বিষ—
মসজিদের মিনারে, মন্দিরের চূড়ায়,
শিশুর চোখে, পাঠ্যবইয়ের পাতায়।

বাংলাদেশ—
তুমি কি শুনছো নিজের হৃদস্পন্দন?
না কি শকুনের ডানার শব্দে
ঢেকে গেছে মানুষের হাহাকার?

চারদিকে শুধু হায়েনার দাঁত,
শিকার বানানো বিশ্বাস,
আর পতাকার রঙে লেগে আছে মৃতের গন্ধ—
তবু ব্যাপক নীরবতা,
তবু প্রশ্নহীন মিছিল!

এই কি সেই দেশ,
যেখানে ভাষা রাইফেলের নল ভেদ করে জন্ম নিয়েছিল?
এই কি সেই মাটি,
যেখানে মানুষ মরতে জানত—
কিন্তু মাথা নোয়াতে জানত না?

পথিক,
তুমি কি তবে পথ হারাইয়াছ?
নাকি পথ দেখানোর মানুষই আজ নিখোঁজ?

হে বাংলার স্বাধীনচেতা মানুষ,
আর কতদিন তুমি
নিজের সন্তানকে ভয় শেখাবে—
“চুপ থাকো, কথা বলো না”?

আর কতদিন তুমি
অন্যায়ের পাশ দিয়ে
চোখ নামিয়ে হেঁটে যাবে
নিজেকে নির্দোষ প্রমাণ করতে?

মনে রেখো—
নীরবতা কখনো নিরাপত্তা নয়,
নীরবতা হলো অন্যায়ের অক্সিজেন।

আজ শকুনেরা পতাকা ওড়ায়,
হায়েনারা ধর্মের মুখোশ পরে,
আর মানুষ শুধু বলে—
“সময় খারাপ”!

না,
সময় খারাপ নয়—
আমরাই ভয়ংকর রকম চুপ।

তাই এসো,
অস্ত্র হাতে নয়— আলো হাতে রাস্তায় নামি,
ঘৃণার বিরুদ্ধে মানবতা নিয়ে দাঁড়াই,
মিথ্যার বিরুদ্ধে সত্যের মিছিল করি।

পতাকা হাতে নামো—
কিন্তু রক্ত নয়,
বিবেক ঝরুক রাজপথে।

এই দেশ আত্মবিনাশের পথে হাঁটছে—
এ কথা শুধু কবিতায় নয়,
মানুষের কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে দাও।

কারণ
যে জাতি প্রশ্ন করতে ভুলে যায়,
সে জাতি একদিন
নিজের অস্তিত্বকেই
প্রশ্নচিহ্নে বদলে ফেলে।

০২/১২/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট