1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এর উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ সাংবাদিক প্রদীপ চন্দ্র মম : হত্যা চেষ্টা মামলা : অধিকতর তদন্তে পিবিআই সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস অনেকেরই নেই’ শরিফ উসমান হাদী কি মুছে যাবে বাংলার মানুষের হৃদয় থেকে? — একটি বিশ্লেষণ মায়া – আল আমিন মিলু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার সাত স্মরণকালের জনসভা, দুই দশকের অপেক্ষা শেষ: তারেক রহমান ফিরছেন মৌলভীবাজারে রাষ্ট্রের সম্পদ কোনো ব্যক্তির দান নয়- আল আমিন মিলু

গ্রহণযোগ্যতাকে কৌশল বানিয়ে জবরদখল: এক আত্মঘাতী প্রক্রিয়ার প্রতিচ্ছবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আজকের সমাজে, রাজনীতি থেকে শুরু করে প্রশাসন কিংবা সামাজিক সংগঠন—প্রতিটি স্তরে একটা অদৃশ্য কিন্তু ভয়াবহ প্রবণতা ছড়িয়ে পড়ছে। সেটা হলো “গ্রহণযোগ্যতাকে কৌশল বানিয়ে জবরদখলের চেষ্টা”। অর্থাৎ, মানুষ যখন কোনো একটি জায়গায় ন্যায্যভাবে গ্রহণযোগ্যতা অর্জন করে, সেই গ্রহণযোগ্যতাকে কৌশল হিসেবে ব্যবহার করে অন্যের অধিকার, জায়গা, অবস্থান বা স্বাধীনতা জবরদখল করতে চায়। এটা শুধু অনৈতিকই নয়, বরং আত্মঘাতী।

প্রথমে যিনি গ্রহণযোগ্য ছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তার ওপর আস্থা তৈরি হয়েছিলো জনতার। কিন্তু সেই আস্থাকে পুঁজি করে তিনি যখন নিজের সীমারেখা লঙ্ঘন করে, অন্যের অংশে হস্তক্ষেপ করতে শুরু করেন—তখন সেই গ্রহণযোগ্যতা ধীরে ধীরে ঘৃণায় রূপ নেয়। মানুষ তাকে আর পথপ্রদর্শক নয়, বরং এক ‘ক্ষমতালোভী দখলদার’ হিসেবে চিহ্নিত করে।

জোর করে নেওয়া কিছুই স্থায়ী হয় না—তা যত কৌশলেই হোক। ইতিহাস বলেছে, মানুষ কৌশলে হয়তো সাময়িক জয় পেতে পারে, কিন্তু হৃদয়ের মসনদ জয় করতে পারে না। গ্রহণযোগ্যতা যদি হারিয়ে যায়, তাহলে ক্ষমতার আসনে বসে থেকেও মানুষ একা হয়ে পড়ে। তখন তার চারপাশে থাকে শুধুই সুযোগসন্ধানী মুখোশধারী লোক, আর জনতার হৃদয়ে জমে ওঠে তীব্র ক্ষোভ।

আজকের বাস্তবতায়, রাজনীতিতে এই চিত্রটা অনেক বেশি চোখে পড়ে। যারা জনগণের ভালোবাসা, আস্থা, ভোটে নির্বাচিত হয়ে এসেছিলেন—তারাই কৌশল করে বিরোধীদের দমন করে, গলা টিপে ধরে, মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে, জনগণের সেই আস্থা হারিয়ে ফেলছেন। ফলে দেখা যাচ্ছে, তাদের চারপাশে আড়ম্বর থাকলেও ভিতরে ভিতরে পচন ধরছে।

আমরা ভুলে যাচ্ছি, গ্রহণযোগ্যতা হচ্ছে মানুষের ভালোবাসা ও সম্মানের ওপর দাঁড়ানো একটি অমূল্য সম্পদ। সেটা অর্জন করা কঠিন, কিন্তু হারানো যায় চোখের পলকে। তাই কৌশল নয়, বিশ্বাস, মানবিকতা ও উদারতা দিয়েই গ্রহণযোগ্যতাকে ধরে রাখতে হয়।

জবরদখল যদি কারো কৌশল হয়, তাহলে সেই কৌশলই একদিন তার পতনের কারণ হবে। কারণ যে জায়গায় জোর চলে, সেখানে মায়া হারিয়ে যায়। আর যেখানে মায়া থাকে না, সেখানে মানুষও আর থাকে না। তখন শুধু শূন্যতা, নিঃসঙ্গতা আর ইতিহাসের এক করুণ অধ্যায় বাকি থাকে।

লেখক:
আল আমিন মিলু
রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষক
আহ্বায়ক, গণঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা, জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট