
কামরুল হাসান :
‘সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে’। হ্যাঁ, প্রিয় পাঠক- ঠিক তাই। যেমন- ‘প্রেম একবার এসেছিল নিরবে, আমার দুয়ার প্রান্তে’। রাজা থেকে প্রজা, ধনী থেকে গরীব, জ্ঞানী থেকে মূর্খ, সুখী থেকে দুঃখী এমন কি রোগী থেকে নিরোগী সবার জীবনেই প্রেম আসে। তবে- কারোটা পূর্ণতা পায় আবার কারোটা পায় না। অথবা- ‘কেউ সুখী হয়, কেউ হয় না’। এতো গেল একটা বিষয়, সামনে কিš‘ আসল বিষয় পড়ে রয়েছে। আর সেটা হলো- দেশ প্রেমিক! এখানে সবার আগে দেশ কি তা বুঝতে হবে। তারপর দেশের গুরুত্ব কি? তাও জানতে হবে। দেশের মূল উপাদান কি? রাষ্ট্র বা সরকার, ভৌগলিক সীমা বা নির্দিষ্ট ভূখন্ড ও জনগণ বা নাগরিক বিষয়ে ভালোভাবে জানতে ও মানতে হবে। সবচে’ বড় কথা হলো- নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কি তা জানতে ও মানতে পারলেই কাঙ্খিত লক্ষ্য ব¯‘ পেয়ে যাবো। অর্থাৎ, লেখার উদ্দেশ্য বা মানেটা ঠিক থাকবে। দুঃখ জনক হলেও সত্য এটাই- বাস্তবে আমরা কেমন জানি হয়ে গেছি! শুধু নিজের জন্য ভাবি, নিজের মত করে ভাবি। দেশের জন্য ভাবিনা, এমন কি অন্যের জন্যও না। দেশের প্রতি যে আমাদের মমত্ব ও দায়িত্ব¡বোধ কমে গেছে এমন নজির ঢের আছে। দেশ যদি বলতে পারতো, তাহলে অবশ্যই সে বলে ফেলতো-‘মুখে বল ভালবাস, আসলে তুমি আমায় ভালবাস না’। (লেখক: কামরুল হাসান#০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ ও মানবধিকার কর্মী, সংগঠক এবং ফিচার ও কলাম লেখক)।