1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাবুক দিয়ে চুমন দাও…..জামালপুরের গোপীনাথপুরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় মেলা অনুষ্ঠিত রাজশাহীর সিটিহাটে র‍্যাবের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার বওলা সরকার বাড়ি, বওলা মডেল ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দেশের পরিবর্তন শুরু হোক সচেতন মানুষের হাত ধরে সরিষাবাড়ীতে ইউএনও’র সহযোগিতায় শীতবস্ত্র ও শুকনো খাবার পেলেন মতিফুল  বাবা – আল আমিন মিলু প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম মুক্ত হলো সরিষাবাড়ি আমরা আর মানুষ হবো কবে ​রাজশাহীতে রান্নার গ্যাসের তীব্র সংকট: বন্ধের মুখে খাবারের দোকান, বিপাকে সাধারণ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন: দোলাচলের রাজনীতি ও জনমনের প্রশ্ন

দেশের পরিবর্তন শুরু হোক সচেতন মানুষের হাত ধরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 
দেশ কখনো একা বদলায় না, দেশ বদলায় মানুষের হাত ধরে। বিশেষ করে সমাজের সচেতন মহল যদি দেশের জন্য কিছু না কিছু করার কথা আন্তরিকভাবে ভাবেন, তাহলেই পরিবর্তন আর কেবল স্লোগান থাকে না—বাস্তবে রূপ নেয়। আমাদের দেশের সবচেয়ে বড় সংকট সম্পদের অভাব নয়, সংকট দায়িত্ববোধের অভাব।
সচেতন মানুষ মানেই শুধু শিক্ষিত বা প্রতিষ্ঠিত মানুষ নয়। সচেতনতা মানে নিজের অধিকার যেমন জানা, তেমনি দায়িত্বও বোঝা। আমরা অনেকেই দেশের সমস্যাগুলো নিয়ে আড্ডায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা চায়ের টেবিলে দীর্ঘ আলোচনা করি, কিন্তু বাস্তবে কিছু করার সময় এলে পিছিয়ে যাই। অথচ ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তনের ভিত্তি গড়ে দিতে।
একজন শিক্ষক যদি শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেন, সেটাই দেশের জন্য বড় অবদান। একজন ব্যবসায়ী যদি মুনাফার পাশাপাশি ন্যায্যতা ও সততার চর্চা করেন, সেটাও দেশ গড়ার কাজ। একজন রাজনীতিবিদ যদি ক্ষমতাকে সেবা হিসেবে নেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করেন, তাহলেই রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরে আসে। আবার একজন সাধারণ নাগরিক যদি আইন মেনে চলে, দুর্নীতিকে না বলে, অন্যায়ের প্রতিবাদ করে—সেটিও দেশের জন্য মূল্যবান অবদান।
দেশের পরিবর্তন মানে রাতারাতি সব সমস্যার সমাধান নয়। পরিবর্তন শুরু হয় মানসিকতা থেকে। “দেশ কী দিল” এই প্রশ্নের আগে যদি আমরা ভাবি “আমি দেশকে কী দিচ্ছি”, তাহলেই চিন্তার মোড় ঘুরে যায়। রাষ্ট্রের দিকে তাকিয়ে বসে থাকলে কিছুই বদলায় না; বরং রাষ্ট্রের অংশ হিসেবে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলেই পরিবর্তনের স্রোত তৈরি হয়।
আজ দেশের তরুণ সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সামাজিকভাবে সচেতন মানুষদের একসাথে ভাবতে হবে—আমরা কি কেবল সমালোচক হয়ে থাকব, নাকি অংশীদার হব পরিবর্তনের? ইতিহাস সাক্ষী, বড় বড় পরিবর্তন কখনো সংখ্যাগরিষ্ঠ মানুষের হাত ধরে আসেনি; এসেছে অল্প কিছু দায়বদ্ধ ও সচেতন মানুষের চিন্তা ও কর্ম থেকে।
দেশ আমাদের সবার। তাই দেশের জন্য কিছু করার দায়িত্বও সবার। সচেতন মহল যদি নিজ নিজ অবস্থান থেকে সৎ, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলেই দেশের পরিবর্তন কেবল স্বপ্ন নয়—বাস্তবতার নাম হয়ে উঠবে।

আল আমিন মিলু
রাজনৈতিক বিশ্লেষক গবেষক লেখক এবং
আহ্বায়ক গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট