1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আমরা আর মানুষ হবো কবে ​রাজশাহীতে রান্নার গ্যাসের তীব্র সংকট: বন্ধের মুখে খাবারের দোকান, বিপাকে সাধারণ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন: দোলাচলের রাজনীতি ও জনমনের প্রশ্ন মহাদেবপুরে চুলা ভেঙ্গে আঙ্গিনায় বেড়া দিয়ে বাড়ি দখল করলেন ইউপি মেম্বার চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ‎দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর আইটি বাজারে কর্পোরেট সিন্ডিকেট: বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মানবিক কাজের পুরস্কার দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনায় নওগাঁয় ভাগবত গীতা পাঠ ও মতবিনিময় সভা নরসিংদীর শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এর উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত

আমরা আর মানুষ হবো কবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

আমরা আর মানুষ হবো কবে—
এই প্রশ্ন ঝরে পড়ে সন্ধ্যার ধুলোয়,
নগরের ফুটপাথে বিশ্বাস পড়ে থাকে
ছেঁড়া পাতার মতো, পায়ের নিচে।

মানুষ মানুষকে দেখে—চিনে না,
চোখে চোখ রেখে এড়িয়ে যায়,
পিতা বার্ধক্যে জানালার পাশে,
সন্তান ব্যস্ত—নিজস্ব স্বর্গ সাজায়।

ভরণপোষণ আজ দায় নয়,
একটি পুরোনো শব্দের কঙ্কাল,
যার অর্থ কেউ আর খোঁজে না
সভ্যতার শব্দকোষে।

মানুষ তার মানবতাকে কবর দিয়েছে,
তবু শান্তি পায়নি—
কবর খুঁড়ে তুলে আনে লাশ,
উল্লাসের আগুনে পুড়িয়ে হাসে।

ধর্মের নামে উড়ে বেড়ায় ছুরি,
প্রার্থনার স্থানে জমে রক্ত।
মানুষ মানুষকে মারে ঈশ্বর দেখাতে—
ঈশ্বর— তখন মুখ ফিরিয়ে নেন।

সত্য আজ ক্লান্ত পথিক,
মিথ্যার ভিড়ে হারিয়ে যায়।
গুজব ছুটে চলে দ্রুততম— বাহনে,
তার নিচে পিষ্ট হয় নিরপরাধ শরীর।

ভাবনা নেই, প্রশ্ন নেই—
শুধু হাততালি।
নৃশংসতার মঞ্চে
মানুষই শ্রেষ্ঠ দর্শক।

অমানবিকতায় ঘৃণা নয়—
মানুষ নিজেই ঢালে তেল,
নিজের আগুনে নিজেই পুড়ে
নিজেকে নির্দোষ ঘোষণা করে।

হায় রে মানুষ,
তুমি আজ পশুর থেকেও— নীচু।
পাখিরা সন্ধ্যায় একসঙ্গে ফেরে,
হরিণ শাবককে বাঁচায় বুকের ছায়ায়।

নদী নদীর ভাষা বোঝে,
বন বনকে ছাড়ে না,
আর তুমি—
সভ্যতার মুখোশে
বর্বরতার নিখুঁত প্রতিমা।

তবু দূরে, কোনো এক শালিখ
অপরাহ্নের ডালে বসে জানে—
মানুষ একদিন মানুষ হবে।
আমি সেই শালিখের মতো
অপেক্ষা করি—
নিস্তব্ধ, অনড়,
শেষ বিশ্বাসটুকু বুকে নিয়ে।

১৭/০১/২০২৬ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট