
রাজশাহী জেলা প্রতিনিধিঃ মোঃ মাসুদ রানা তুষার
রাজশাহীর দুর্গাপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( LDDP) এর আওতায় ৪০০ দুগ্ধ খামারী মাঝে ১০ টি আধুনিক দুধ দহন মেশিন ( milking machine) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে খামারীদের মাঝে বিতরণ করা হয়, এসময় ১০ টি সমিতির সভাপতি মেশিনগুলো গ্রহণ করেন,
উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, ফরিদ হোসাইন, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপকার ভোগী দুগ্ধ খামারী আলমগীর কবির জানান, আমার ১১ টি দুধের গাভী রয়েছে, সনাতন পদ্ধতিতে দুধ দহন করতে অনেক সময় ও শ্রম লেগে যেতো, আমাদের মাঝে দুধ দহনের জন্য আধুনিক মিল্কিং মেশিন প্রদান করা হয়েছে, যা ব্যবহার করে দ্রুত সময় নিরাপদ ভাবে অধিক গাভীর দুধ সংগ্রহ বাজারজাত করতে পারবো, এবং সকল খামারি আধুনিক মিল্ক মেশিন পাওয়ায়
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস উদ্যোগের প্রতি সাধারণ মানুষ ও খামারি অনেক উপকৃত এতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস জানান, খামারিদের মাঝে আধুনিক প্রযুক্তির মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে, এতে স্বল্প সময়ে অধিক গাভী থেকে দুধ সংগ্রহ করতে পারবে খামারিরা, উপজেলা জুড়ে ৪০০ জন দুগ্ধ খামারিদের ১০ টি সমিতি করে দেওয়া হয়েছে, মেশিনটি পর্যায়ক্রমে সকলে ব্যবহার করবেন, মাস শেষে নিদিষ্ট পরিমানে চাঁদা সমিতিতে সঞ্চয় থাকবে, মেশিনটি খামারীদের মাঝে অর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে, পর্যায়ক্রমে খামারিদের চাহিদা অনুযায়ী পরবর্তী মিল্ক মেশিন দেওয়া হবে।