1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

আমি-ই সব! -আল আমিন মিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

“অতি সুন্দরী নারী ধ্বংস হয় রূপের অহংকারে, আর অতি জ্ঞানী ধ্বংস হয় সবজান্তার অহমিকায়”—এটি মূলত সৌন্দর্য ও জ্ঞানের অপব্যবহারের গল্প।
রূপ নিজেই কোনো অভিশাপ নয়, অভিশাপ তখনই হয় যখন রূপকে মানুষ নিজের একমাত্র শক্তি ভেবে বসে। অতি সুন্দরী নারী যখন ভাবে—সব দরজা তার রূপেই খুলে যাবে, তখন পরিশ্রম, সতর্কতা আর আত্মসম্মান ধীরে ধীরে পেছনে পড়ে যায়। রূপ সময়ের সাথে ম্লান হয়, কিন্তু অহংকার যদি আগে থেকেই চোখ ঢেকে দেয়, তবে পতন অনিবার্য হয়ে ওঠে। মানুষ তখন আর চরিত্র দেখে না, ব্যবহার দেখে না—শুধু আয়নায় নিজেকেই দেখে, আর সেই আত্মমুগ্ধতাই তাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
ঠিক তেমনি অতি জ্ঞানী মানুষ যখন মনে করে সে সব জানে, তখন শেখার দরজা নিজেই বন্ধ করে দেয়। জ্ঞান তাকে বিনয়ী করার কথা ছিল, কিন্তু অহংকার তাকে করে তোলে কঠোর ও একগুঁয়ে। সে অন্যের মতামতকে তুচ্ছ করে, ভুল স্বীকার করতে শেখে না। অথচ পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো—যে মনে করে সে সব জানে, সে আসলে আর কিছু শেখে না। এই “সবজান্তা” ভাবনাই তাকে ধীরে ধীরে অচল, একা এবং অপ্রাসঙ্গিক করে তোলে।
রূপ ও জ্ঞান—দুটোই আল্লাহর দান, প্রকৃতির আশীর্বাদ। কিন্তু আশীর্বাদ তখনই অভিশাপে রূপ নেয়, যখন তার সাথে যুক্ত হয় অহংকার। রূপের সৌন্দর্য টিকে থাকে বিনয়ে, আর জ্ঞানের মর্যাদা টিকে থাকে নম্রতায়। ইতিহাস সাক্ষী—সবচেয়ে সুন্দর কিংবা সবচেয়ে জ্ঞানী নয়, বরং সবচেয়ে বিনয়ী মানুষই দীর্ঘদিন টিকে থাকে।
শেষ পর্যন্ত ধ্বংস আসে রূপ বা জ্ঞান থেকে নয়, আসে “আমি-ই সব” এই ভাবনা থেকে।
কারণ মানুষ তখনই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে, যখন সে নিজের সীমাবদ্ধতাকে ভুলে যায়।

🇧🇩লেখক গবেষক রাজনৈতিক বিশ্লেষক এবং আহ্বায়ক গনঅধিকার পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট