1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেবার দাবীতে মণিরামপুরে বিএনপির অর্ধলক্ষ নেতাকর্মীর বিক্ষোভ সমাবেশ গোদাগাড়ীতে মাদকের নীল ছোবল: ধ্বংসের মুখে যুবসমাজ, নেপথ্যে ধরাছোঁয়ার বাইরের ‘মাদক সম্রাটরা’ রাজশাহীতে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চলে আলু চাষে বিপ্লব, নেপথ্যে বাড়তি খরচের ভারে নুইয়ে পড়ছে কৃষকের স্বপ্ন ভালো রাজনীতি প্রতিষ্ঠিত করতে হলে ভালো রাজনীতিবিদই লাগবে—এই কথাটি শুধু একটি নৈতিক উচ্চারণ নয়, এটি একটি বাস্তব রাজনৈতিক সত্য আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! হলোনা ন্যায় বিচার -আল আমিন মিলু হাদিদের মরন নেই : মানবতা মরছে অহরহ ঠিকই!

আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

কামরুল হাসান 
আরশ মাত্র ছয় বছর বয়সের একটি ছোট্ট শিশু। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামের শরিফ আহম্মেদ ও আরিফা আক্তার পলি দম্পত্তির সন্তান। গত ২৭ অক্টোবর তার মা’র কলেজে পরীক্ষা ছিল। জেদ ধরে মায়ের সাথে অটোযোগে জেলা শহরে যাচ্ছিল। ঠিক দুপুরের আগ মূহুর্তে জামালপুর অর্থনৈতিক অঞ্চল-এর মেইন গেইটে পৌছলে তারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় রাশেদ নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর অটোচালক জাহাঙ্গীর আলম, শিশু যাত্রী আরশ তার মা আরিফা আক্তার পলি, চান মিয়া, তার স্ত্রী সন্ধ্যা বেগম, ফারজানা আক্তার ছবি ও সুমাইয়া আক্তার সিঁথিসহ ৭ জন গুরুতরভাবে আহত হয়। দয়া বশত: দুই পথ যাত্রী প্রথমেই শিশু আরশকে তুলে তাদের বাইকযোগে দিগপাইত উপ-শহরের দুবাই হসপিটাল বিডি-তে নিয়ে যায়। তার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে তার মাকেও ওই হসপিটালে নিয়ে যায়। অন্যদের চিকিৎসার জন্য যে যেভাবে পারছে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। অতীব দু:খের বিষয়-দুবাই হসপিটাল বিডি কর্তৃপক্ষ তাদের নূন্যতম প্রাথমিক চিকিৎসা না দিয়েই হসপিটাল গেইট থেকেই ফেরৎদেয়। অবশ্য দুবাই হসপিটাল বিডি-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক জানান, রোগীদের অবস্থা একেবারেই ভালো ছিল না। তাদের বাঁচার সম্ভাবনা নেই। মারাই যাবে। তাই তাদের জামালপুরে নেয়ার জন্য বলেছি। মরা-বাঁচা সব আল্লাহর ইচ্ছা। তবে আহতের মধ্য হতে- জাহাঙ্গীর আলম, শিশু যাত্রী আরশ-এর মা আরিফা আক্তার পলি, চান মিয়া, সুমাইয়া আক্তার সিঁথিসহ ৪ জন মারা যায়। আর অনেক ভাগ্যবান বলেই সন্ধ্যা বেগম ও ফারজানা আক্তার ছবি ও শিশু যাত্রী আরশ এখনো বেচেঁ আছে। অবশেষে দুবাই হসপিটাল বিডি-এর ব্যবস্থাপনা পরিচালকের কথা মিথ্যা হয়ে গেল। অতএব, আরশ- বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! (লেখক: কামরুল হাসান #০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ কর্মী, ফিচার ও কলাম লেখক)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট