1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সহিংসতাহীন সুষ্ঠু নির্বাচন: এদেশে কি আদৌ সম্ভব? আহবায়ক কমিটি গঠন : টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক প্রেসক্লাবের ১৪ ডিসেম্বর : মরণ কামড় নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন শিবপুর মডেল থানার পুলিশ ১৪ ডিসেম্বর : মেধাহত্যার দিন নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন মুং আব্দুর রহিম সহকারী কমিশনার ভূমি জাককানইবি সাংবাদিক সমিতির জান্নাতী সভাপতি, মুতাসিম সম্পাদক নির্বাচিত পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু আটক। মেইন স্টেজ ইনকের (Main Stage Inc) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নির্বাচন মানেই কোটি কোটি টাকা ছড়ানো—এই সংস্কৃতি বন্ধ হতেই হবে

সহিংসতাহীন সুষ্ঠু নির্বাচন: এদেশে কি আদৌ সম্ভব?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

এদেশে নির্বাচন মানেই এখন একটি পূর্বনির্ধারিত দৃশ্যপট। সেখানে ব্যালটের চেয়ে বেশি ওজন রাখে পেশিশক্তি, যুক্তির চেয়ে প্রভাবশালী হয় হুমকি, আর ভোটারের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে ক্ষমতার বলয়। তাই প্রশ্নটা আর “সুষ্ঠু নির্বাচন হবে কি না” নয়—প্রশ্ন হলো, সহিংসতাহীন নির্বাচন এদেশে আদৌ সম্ভব কি না?

বাস্তবতা বলছে—না, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে তা প্রায় অসম্ভব।

কারণ, আমাদের রাজনীতির শিকড়েই সহিংসতা ঢুকে গেছে। এখানে নির্বাচন কোনো নীতির প্রতিযোগিতা নয়, এটি ক্ষমতা দখলের যুদ্ধ। যুদ্ধ হলে অস্ত্র লাগে, ভয় লাগে, প্রতিপক্ষ দমন লাগে—আর সেই যুদ্ধের ময়দানই হয়ে ওঠে ভোটের মাঠ। প্রচারণা শুরুর আগেই শুরু হয় হুমকি, মামলা, হামলা। নির্বাচনের দিন সহিংসতা ঘটলে আমরা বিস্মিত হই না, বরং বলি—“এটাই তো স্বাভাবিক।”

আর এই ‘স্বাভাবিক’ ভাবনাটাই সবচেয়ে ভয়ংকর।

প্রশাসনের নিরপেক্ষতা সুষ্ঠু নির্বাচনের মেরুদণ্ড হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই মেরুদণ্ড বহু আগেই বাঁকা হয়ে গেছে। ক্ষমতার ছায়ায় থেকে দায়িত্ব পালন করলে আইনশৃঙ্খলা বাহিনীও নিরপেক্ষ থাকে না—এটাই নির্মম সত্য। ফলে একপক্ষ পায় ছাড়, আরেকপক্ষ পায় চাপ। এতে ভোট নয়, বরং পক্ষপাতই বিজয়ী হয়।

এর সঙ্গে যোগ হয়েছে কালো টাকা ও পেশিশক্তির অবাধ ব্যবহার। এখানে যোগ্য প্রার্থী নয়, শক্তিশালী প্রার্থীই টিকে থাকে। শান্তিপূর্ণ রাজনীতি যারা করতে চায়, তারা ধীরে ধীরে রাজনীতি থেকেই হারিয়ে যায়। সহিংসতাই তখন রাজনীতির ভাষা হয়ে ওঠে।

সবচেয়ে করুণ চিত্রটি দেখা যায় ভোটারের আচরণে। মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে ভয় পায়। তারা ভাবে—ভোট আগেই হয়ে গেছে, গেলে ঝামেলায় পড়তে হবে, মারধরের শিকার হতে হবে। যখন ভোটার নিরাপদ নয়, তখন নির্বাচন কাদের জন্য হয়—এই প্রশ্ন থেকেই যায়।

দুঃখজনক হলেও সত্য, আমরা সহিংসতাকে এখন নির্বাচনের অনিবার্য অংশ হিসেবে মেনে নিয়েছি। এই মানসিক পরাজয়ই গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতি। আইন আছে, কমিশন আছে, সংবিধান আছে—কিন্তু রাজনৈতিক সদিচ্ছা নেই। আর সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন কাগজে সম্ভব, বাস্তবে নয়।

তাই আজ যদি বলা হয়, “এদেশে সহিংসতাহীন সুষ্ঠু নির্বাচন হবে”—তবে তা বাস্তবতার সঙ্গে নয়, বরং আশাবাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। যতদিন রাজনীতি ক্ষমতার নেশা ছাড়তে না পারে, ততদিন নির্বাচন শান্তির নয়, বরং সংঘাতেরই নাম হয়ে থাকবে।

এটি শুধু একটি নির্বাচনের ব্যর্থতা নয়—এটি একটি জাতির গণতান্ত্রিক স্বপ্নের ধীরে ধীরে মৃত্যু।

-আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট