1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই: বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেছেন, “আমি এই মনোনয়ন পেয়ে সত্যিই কৃতজ্ঞ। কাজিপুরবাসীর দোয়া ও ভালোবাসা এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পুরস্কার হিসেবে দল আমাকে এবার এমপি পদে মনোনয়ন দিয়েছে। এখন আর বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই।”

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আমার সঙ্গে বাংলাদেশ ও বিদেশের পরিচিত নামকরা সঙ্গীতশিল্পী কনকচাঁপা এবং জেলার নেতা নাজমুল হাসান তালুকদার রানা ছিলেন। কিন্তু সবকিছু বিবেচনায় দল আমাকে মনোনয়ন দিয়েছে। সবাই একসাথে নির্বাচনের মাঠে আমরা কাজ করবো। তবেই ৫৪ বছরের কাজিপুরের ইতিহাস পাল্টানো সম্ভব। বিজয় নিশ্চিত করতে হলে আপনারা সবাই যে যার অবস্থান থেকে ধানের শীষের ভোট চাইতে মাঠে নেমে পড়বেন। পাশাপাশি আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র সুস্বাস্থ্য ও রোগমুক্তির জন্য সবাই দোয়া করবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসীন রেজা, সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মোহতাব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান, চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপ-অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, কলেজের গভার্নিং বডির সভাপতি গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি মোঃ গোলাম আহসান হাবিব ও চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।

 

এসময় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা,দলীয় নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট