
নিজস্ব প্রতিবেদক
দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ ক্ষেত্রে তরুণদের আরো সোচ্চার ও একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে।

০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সরকারি দপ্তরের পরিসেবার উন্নয়নের মাধ্যমে সেবা ক্ষেত্রে দুর্নীতিকে শুণ্য পর্যায়ে নিয়ে আসার জন্য তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। শহরের বকুলতলা মোড়ে দিবস উদ্যাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)

জামালপুর এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভার। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো: আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের নির্বাহী প্রধান সরকার আব্দুলাহ আল মামুন, সনাক সভাপতি শামিমা খান, দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. ইউসুফ আলীসহ প্রমুখ।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, তরুণদের দেশপ্রেম বাড়াতে হবে এবং যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জেলা পরিষদের নির্বাহী প্রধান সরকার আব্দুলাহ আল মামুন তার বক্তব্যে ব্যক্তিকেন্দ্রীক দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধের আহŸান জানান। সনাক সভাপতি শামিমা খান বলেন, কর্তৃত্ববাদের শৃঙ্খল ভাঙ্গার পরেও রাষ্ট্রকাঠামো, প্রশাসন, রাজনৈতিক অঙ্গনসহ সকল পরিসরে প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন অনুপস্থিত। তরুণ সমাজ জনমানুষের অধিকার আদায়ে বৈশি^ক পর্যায়ে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্নীতির বিরুদ্ধেও তরুণ সমাজ একই ভ‚মিকা পালন করবে। এই সময় বক্তারা মত প্রকাশ করেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণদের যুক্ত করার কোন বিকল্প নেই।
আলোচনা সভার আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে কেন্দ্র করে সকাল ০৯:০০ ঘটিকায় জেলার বকুলতলা মোড় থেকে জেলা প্রশাসন প্রাঙ্গন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মানববন্ধন পরবর্তী র্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী ও পুরুষ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য মানববন্ধনে ১২ দফা সুপারিশসমূহের প্রস্তাবনা সম্বলিত টিআইবি’র ধারণপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা ওমর ফারুক।#