1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার: এডভোকেট মোহাম্মদ আব্দুর রব উত্তরসুরি প্রাথমিক শিক্ষা: সহ-শিক্ষকদের কর্ম বিরতি এটিইও’র সহযোগিতায় পরিক্ষা চালু জল্পনার অবসান: সিরাজগঞ্জ-১ এ ধানের শীষের প্রার্থী সেলিম রেজা জামালপুরে মৃত ট্রাক চালক শ্রমিক পরিবারের মাঝে চেক হস্তান্তর প্রশ্নহীন মিছিল ‎দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার মারা গেছেন দূর্নীতি মুক্ত বাংলাদেশ: স্বপ্ন, সংগ্রাম ও বাস্তবতার কঠিন সমীকরণ অহংকার নয়, আত্মসম্মান—নিজেকে সামলে রাখার রাজনীতি সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার: এডভোকেট মোহাম্মদ আব্দুর রব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
তিনি বলেন, দায়িত্ব পাওয়া গেলে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “আমরা সুযোগ পেলে চা শ্রমিকদের মানবিক মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। রাষ্ট্র ও দলের কাঠামোর মাধ্যমে আমরা তাদের সেবা ও সুযোগ বৃদ্ধিতে কাজ করব।”
এডভোকেট রব উল্লেখ করেন, চা-বাগাননির্ভর এই অঞ্চলের অর্থনীতি শ্রমিকদের কঠোর পরিশ্রমের ওপর নির্ভরশীল, কিন্তু জীবনমান এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।
তিনি বলেন, “চা বাগানই এই এলাকার প্রাণ, আর সেই প্রাণকে বাঁচিয়ে রেখেছেন শ্রমিকেরা। দেশের রাজস্ব, রপ্তানি আয় ও শিল্পের প্রবৃদ্ধিতে তাদের অবদান অনন্য। তবে মৌলিক চাহিদা ও জীবনযাত্রার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।”
তিনি আরও জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, আবাসন, শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহসহ মৌলিক চাহিদার জন্য সংগ্রাম করে আসছেন। এডভোকেট রব বলেন, শ্রমজীবী মানুষের স্বস্তি শুধুই দান নয়—এটি তাদের অধিকার।
তিনি চা শ্রমিকদের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন। এতে নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, বৃত্তি ও শিক্ষা উপকরণ সরবরাহ অন্তর্ভুক্ত। এছাড়া তিনি বাগানকেন্দ্রিক এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি, আবাসন ও চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বক্তব্যের শেষাংশে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “আপনারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আপনাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের মানবিক দায়িত্ব। শ্রমিকের ঘরে আলো জ্বলে উঠলে—এই সবুজ বাগানও আরও উজ্জ্বল হয়ে উঠবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট