
কামরুল হাসান
জন্ম থেকেই বোকা আমি
থাকব সারা জীবন ভর
চালাক কভু হয়নি তবু
বসত আমার বোকার ঘর\
তোমরা যারা চালাক অতি
কভু বোকার দলে নেই,
তোমাদের সব চালাকি দেখে
হারিয়ে ফেলি যে খেই\
জিততে গিয়ে হারাও কত
স্বপন সোনার সোনামনির যত,
তাদের সব খুশি নিয়ে
দু:খ কত্ত দাও দিয়ে\
তবুও আমি বোকা থাকি
তাতে কষ্ট কোন নাই,
আমরা বড় চতুর হলে
বলি- তোদের রবেনা উপায়\