1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বোকা আমি আমি বোকাই রয়ে গেলাম! গ্যাস সংকটে থমকে গেছে কৃষি-অর্থনীতি বছরে বাড়তি বৈদেশিক ব্যয় ১.৩ বিলিয়ন ডলার ২৩ মাস ধরে বন্ধ যমুনা সার কারখানা রাজশাহী দুর্গাপুরে সার পাচারের সময় জনতার হাতে ব্যবসায়ী আটক সংবিধান সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতার গ্যারাকল — একটি বিশ্লেষণধর্মী কলাম লাল পাতার আকাশে অদ্ভুত মুখ আসুন অঙ্গীকার করি—জনগণের অধিকার নিয়ে খেলবো না, আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, -আল আমিন মিলু নরসিংদীর শিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির প্রথম দিনেই দুর্নীতি ও অব্যবস্থাপনা নরসিংদীর শিবপুরে মানসম্পন্ন খাদ্যশস্য বিতরণ নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত বড্ড বোকা আমি : সর্বদা সব সময়ই

আমি বোকাই রয়ে গেলাম!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

কামরুল হাসান :
আজ সকালে গোসলের প্রস্তুতিকালে গরম পানির কলের চাবি ছেড়ে দিয়ে সবে মাত্র গিজারের সুইচ অন করে অন্য কাজে মন দিয়েছি। ঠিক এমন সময় আমার একমাত্র আত্মজা স্বর্ণা এসে তোমার বুদ্ধি-আক্কেল কিছুই নেইসহ একনাগাড়ে অনেকগুলো কথা শুনিয়ে দিল। ভেবে দেখলাম ঠিকইতো! একেতো বয়সের ভার, অন্য দিকে নানা কাজের চাপ। সব মিলিয়ে সহসাই তাল-গোল পাকিয়ে ফেলি। তাই তার সব কথা হজম করেই নিলাম। উচ্চ মাধ্যিমিকের ছাত্র থাকাকালে এক দিন কলেজ থেকে দেরীতে বাড়ি ফিরি। পেটে খিদে নিয়ে এসেই ধান খাবো না চাল খাবো অবস্থা। মাসের ডাল ভেবে নুছনী ধোয়া পানি ঢেলে ভাত খেতে বসি। প্রথম লুকমা মুখে ভরে চিবাতেই কি এক বাজে অবস্থা! সে দিনও আমার গর্ভধারিনী মা আমাকে পাগল-টাগল অনেক কিছুই বলেছিল। এতেও করার কিছুই ছিল না আমার। কারন-আমি যে বড্ড বোকা। বছর তিনেক আগের কথা, উপ-শহরের এক বিকাশের দোকান থেকে আমার মোবাইল হিসাবে ক্যাশ নিই। তা থেকে ফের অন্যত্র পাঠাই। এ কাজের জন্য দোকানদার আমাকে চালাক বোদাই বলে মন্তব্য করে বসে। অবশ্য পরে তাকে ওই কাজের কারন বুঝিয়ে দিই। পরে ইচ্ছেমত কয়েকটা বকা দেই তাকে। এতদিনে অনেক ভাই, বন্ধু, সহকর্মী, পরিচিত-অপরিচিত, কি শিক্ষিত কি অশিক্ষিত, ছোট লোক বা বড় লোক এমন কি জ্ঞানগুণীসহ ঢের লোক দেখেছি। যারা কিনা নিজের স্বার্থে খুব সহজেই অন্যের অসুবিধা করে বসে। এ জন্য নূন্যতম অনুসূচনা করা তো দূরে থাক-পক্ষান্তরে নিজেকে একজন বড় মহান ভাবে। শুধু কি তাই-খান বাহাদুরের নাতি মনে করে দাঁত কেলিয়ে বিজয়ের হাসি হাসতে থাকে।এইতো কয়েক মাস আগের কথা-আমার এক জাত ভাই এক অঘটনা ম্যানেজ করার জন্য অন্যদের মত সেও এক দালালেরর মাধ্যমে কিছু মায়না নেয়। কিন্তু, আমি অতি হদ্দ বোকা সে ঘটনার আদ্যোপান্ত উল্লেখ করে সংবাদ প্রকাশ করি। এতে বেচারী দালাল এক পাতি লোককে পাঠিয়ে আমাকে কাছে ডেকে নেয়। গিয়ে দেখি আমার সেই জাত ভাইসহ বেশ কয়জন জাত ভাই সেখানে উপস্থিত। পরে দালাল ব্যক্তি আমার কৃত কর্মের জন্য অনেক গাল-মন্দসহ ঠান্ডা মাথায় হুমকিও দিল। দু:খের বিষয় ওই দালাল ব্যক্তি যে কারনে আমাকে গাল-মন্দসহ হুমকি দিয়েছিল। আমি হলফ করে বলতে পারি তা ভদ্র জনদের সামনে বলতে পাবেনা। আর জাত ভাইয়েরাসহ যারা শুনেছে- তারাও না। তাহলে, কেন এমনটা করলো তারা? উত্তর খুব সোজা। আমি বড্ড বোকা। আর তারা বড়ই চালাক! আমি চালাক হলে তারা আর ঠকাতে পারবে না। তাই বোকাই থাকতে চাই। থেকেও যাবো। কারন- ‘অতি চালাকের গলায় দড়ি’ আবার বোবার কোন শত্রæ নেই। তেমন বোকারও। তাই তো আমি পদে পদে প্রতি পদে ঠকি! ঠকানো হয় !! ঠকানো হবেও!!!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট