
কামরুল হাসান
বিশ্বাস -অবিশ্বাসের দোলাচলে পড়ে
দু’টানা আজ আমার মন,
এ যেন বড় কঠিন পরীক্ষা
এখন কেমনে হইব তা উত্তরন\
মুক্ত বিহঙ্গের মত স্বাধীন এ মন
বাঁধাহীন নীলাকাশে উড়তে চায় যে সারাক্ষন,
তবুও ভয় কি জানি যেন হয়
সংশয় দ্বিধা ভয়ই কেবল জড়তার বন্ধন\
বিশ্বাস যদি নাহি কর কভু কারে
ক্লীব হয়ে পড়ে রবে এ ভবে,
সাহস নিয়ে বুকে এগিয়ে চল দুর্বার
সকল বন্ধক পেরুবে সব ছাড়িয়ে তবে\