
কামরুল হাসান
জন্মদাতা সত্য যেমন
সত্য তেমন শিক্ষাদাতা,
বাবার চেয়েও আছে বাবা
যিনি হলেন জ্ঞানদাতা\
আছে শিক্ষক আছে উস্তাদ
আর যে আছে গুরু,
এক পাল্লায় ওজন করি
মেপে দেখি ভুলটা ছিল শুরু\
মহাগুরুর নামটি ধরে
বলতে পারি সাহস করে,
যারা মোরে জন্ম দিল
নাহি তারা স্বীকার করে\
তবু বাবা বলেই মানি যাদের
উঠতে বসতেই বলে মোরা পরিচয়হীন,
অধিকারের ভয়ে বুকটা কাঁপে তাদের
পৃথিবীতে তারাই হলো আসল পিতৃহীন\