
নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুরুজ মিয়া গণতন্ত্রের পথে ঐক্যের ডাক দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বুধবার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে বিকেল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতা মোঃ সুরুজ মিয়া জামালপুর সংবাদ ২৪.কম’কে জানান, এই মিছিলের লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও শক্তিশালী করা। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- আজ সময় এসেছে আওনা ইউনিয়নের মাটি কাঁপিয়ে তোলার। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার এবং সত্য ও ন্যায়ের পতাকা উঁচিয়ে ধরার। এই মিছিল হবে আওনা ইউনিয়ন বিএনপির ঐক্য, শক্তি ও জনগণের বিশ্বাসের প্রতীক। তাই আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, দেশপ্রেমিক নাগরিক ও সাধারণ ভোটারদের একসাথে উপস্থিত হয়ে গণতন্ত্রের পক্ষে শক্তি প্রদর্শন করে মিছিলে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।