
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি দায়িত্ব, সচেতনতা ও সাহসিকতার এক অনন্য প্রতীক। প্রতিদিন সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা যেমন জনগণের কথা তুলে ধরেন, তেমনি নানা ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখিও হন। কিন্তু যখন একজন সাংবাদিক একা থাকেন, তখন তাঁর ঝুঁকির মাত্রা অনেক বেড়ে যায়। আর ঠিক সেই জায়গাতেই আসে সংগঠনের প্রয়োজনীয়তা।
সাংবাদিক সংগঠন মানেই হলো ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং নিরাপত্তার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা শুধু নিজেদের অধিকার রক্ষা করেন না, বরং পেশার মানোন্নয়ন ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতেও ভূমিকা রাখেন।
সম্প্রতি ময়মনসিংহ বিভাগে সাংবাদিকদের মধ্যে আলোড়ন তুলেছে একটি সংগঠন “ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন”। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের হৃদয় জয় করেছে। পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের নিরাপত্তা, প্রশিক্ষণ, ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি ইতোমধ্যেই প্রশংসনীয় ভূমিকা রাখতে শুরু করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলার সাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসা, যাতে সাংবাদিকতা হয় আরও শক্তিশালী, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব। তারা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ সাংবাদিকই শক্তিশালী সাংবাদিক।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। অনেক তরুণ সাংবাদিকও এই সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। ফলে গড়ে উঠছে একটি দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক পরিবার, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে।