
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোন অপশক্তিই বাংলাদেশে ঠাঁই পাবে না। এদেশ আমার আপনার সবার। এখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করেন। আর আমরা যদি সরকার গঠন করতে পারি তবে এদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা অনুয়ায়ী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। রবিবার বিকেলে আওনা ইউনিয়ন বিএনপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড শাখা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিয়া মেম্বারের সভাপতিত্বে- জামালপুর-৪ (সরিষাবাড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম ষড়যন্ত্রকারী মধুপার্টিদের হুশিয়ারি করে বলেন- বিএনপি হলো দেশনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। এখানে এক দুইজন ষড়যন্ত্রকারী বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ে বিঘ্নতা সৃষ্টি করতে পারবে না। আপনারা ধর্য্য ধরুন। সেই সুযোগ তাদেরকে দেয়া হবে না। সেই সাথে তিনি তরুণ প্রজন্মের তরুণদেরকে কর্মমুখী কারিগরি শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিষ্ট আহমেদ, ইউনিসেফ এর পরামর্শক ডাঃ শিবলী সাদিক, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ডিলার, কোষাদক্ষ আমির হোসেন মিলন, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক নেতা আবুল হোসেন,ইউনিয়ন যুবদল নেতা আব্দুল খালেক তালুকদার ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আব্দুল খালেক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন । জনসমাবেশটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মোর্শেদ শিমুল।