
নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীর পিংনা ও আওনা ইউনিয়নে প্রশাসন কর্তৃক অবৈধভাবে স্তুপ করে রাখা জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর ও বেলা ১২ টায় আওনা ইউনিয়নের জব্দকৃত বালুর পয়েন্টে এ নিলাম কাজ সম্পন্ন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।
পিংনা ইউনিয়নের রাধানগর এলাকায় অবৈধ ভাবে স্তুপ করে বালু বিক্রীর অপরাধে চারটি স্তুপে সর্বমোট ৪ লাখ ৩৯ হাজার ৩৬৭.৫০ ঘন ফুট এবং আওনা ইউনিয়নে ৫৬ হাজার ৭১৫.০৮ ঘন ফুট বালু জব্দ করে উপজেলা প্রশাসন। পরে সকল সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে পিংনা ইউনিয়নে ৩.৪৪ টাকা প্রতি ঘন ফুট এবং আওনা ইউনিয়নে ৩.৬৭টাকা মুল্য নির্ধারণ করে উপজেলা প্রশাসন।
এতে পিংনায় সর্বমোট ১৫ লাখ ১১ হাজার ৪২৪.৫০ টাকা ও আওনায় ২ লাখ ৮ হাজার ১৪৪.০৮টাকা সরকারি মুল্য নির্ধারণ করে প্রশাসন।
পরে পিংনা ইউনিয়নে তিন জন এবং আওনা ইউনিয়নের তিন জন নিলামে অংশগ্রহন করে। এর মধ্যে পিংনায় আনোয়ার হোসেন সেন্টু সর্বোচ্চ দরদাতা হিসাবে ১৫ লাখ ৩০ হাজার টাকা এবং আওনায় উজ্জল মিয়া ২ লাখ ১০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসাবে নিলাম ক্রয় করেন।
নিলাম কর্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেহেদী হাসান প্রমুখ।