1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিঃশব্দ প্রার্থনা ঈশ্বরদীতে পৌর ৭নং ওয়ার্ড যুবদলের অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল আপনার এলাকার এমপি প্রার্থী হিসেবে যাকে বাছাই করবেন, তার সম্পর্কে আগেই জেনে নিন —একটি চিন্তাশীল কলাম ডোমারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রেমিকের ছুরির আঘাতে প্রান গেলো গৃহবধূঁর অস্তিত্বহীন প্রেম পাকিস্তানের গোলামি ভেঙে ভারতের শোষণের ফাঁদে —একটি বাস্তবতার কলাম যে দেশে অপরাধীরাও ‘সেইফ এক্সিট’ নিতে পারে — সেদেশে অপরাধ করাও কি সাহসিকতার পরিচয়? একটি বিশ্লেষণধর্মী কলাম নরসিংদীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত যদি দেশটা ফিরে পেত আদর্শের রাজনীতি র‌্যাবের অভিযানে জাল টাকা-নকল পিস্তলসহ যুবক আটক”

পাকিস্তানের গোলামি ভেঙে ভারতের শোষণের ফাঁদে —একটি বাস্তবতার কলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আমরা একসময় পাকিস্তানের গোলাম ছিলাম—এই সত্যটা জাতি হিসেবে আমাদের গর্বের বিষয় নয়, বরং এক ভয়ংকর ইতিহাস। ১৯৭১ সালে রক্ত, অশ্রু আর ত্যাগের বিনিময়ে আমরা সেই শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আজ পঞ্চাশ বছরেরও বেশি সময় পর দেখা যাচ্ছে—যে স্বাধীনতার স্বপ্নে আমরা বিভোর ছিলাম, সেই স্বাধীনতার আসল সুফল আমরা এখনও পাইনি। কারণ এক পাকিস্তান থেকে মুক্তি পেলেও, আমরা ধীরে ধীরে ভারতের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক শোষণের ফাঁদে পড়ে গেছি।

স্বাধীনতার পর বাংলাদেশকে ভারতের প্রকৃত বন্ধু হিসেবে দেখা হয়েছিল। যুদ্ধকালীন সহায়তা, আশ্রয়, অস্ত্র, প্রশিক্ষণ—এসবের জন্য কৃতজ্ঞতার জায়গা আমাদের হৃদয়ে ছিল এবং থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব কৌশলগত প্রভাব বিস্তারের মাধ্যমে শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে। আমাদের অর্থনীতি, সংস্কৃতি, এমনকি নীতিনির্ধারণ পর্যন্ত ভারতীয় প্রভাবের ছায়া পড়েছে।

বাংলাদেশের বাজারে আজ ভারতীয় পণ্যের দখল। কাপড় থেকে শুরু করে খাদ্য, ওষুধ, এমনকি বিনোদন—সবখানেই ভারতের আধিপত্য। এই আধিপত্য কেবল ব্যবসা নয়, এটি এক ধরনের অর্থনৈতিক দাসত্ব। আমাদের কৃষক যখন ধান বা পেঁয়াজ বিক্রি করতে পারে না, তখন সীমান্ত দিয়ে ভারতীয় পেঁয়াজ বা চাল ঢুকে বাজার দখল করে নেয়। আমরা যখন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, তখনও কোটি কোটি টাকার ভারতীয় বিদ্যুৎ আমদানি করে নিজেদের বাজারকে তাদের হাতে তুলে দিচ্ছি।

সাংস্কৃতিক ক্ষেত্রে শোষণ আরও সূক্ষ্ম। আমাদের টেলিভিশন, ইউটিউব, এমনকি সামাজিক মাধ্যমে ভারতীয় কনটেন্টের স্রোত এমনভাবে প্রবাহিত হচ্ছে যে, তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। ভারতের হিন্দি সিরিয়াল ও সিনেমা আজ আমাদের ঘরে ঘরে ঢুকে মানসিকভাবে আমাদের ‘নির্ভরশীল জাতি’ বানিয়ে ফেলছে।

রাজনৈতিক ক্ষেত্রেও ভারতের প্রভাব অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সবসময় এক প্রকার ছায়া হয়ে থেকেছে। কখন, কোন সরকার ক্ষমতায় থাকবে—তা নির্ধারণে নয়াদিল্লির ভূমিকা অনেক সময় ঢাকায় বসে থাকা রাজনীতিবিদদের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো বন্ধুত্ব নয়; এটি আধিপত্য।

তবুও আমাদের কিছু রাজনৈতিক মহল আছে যারা ভারতের এই হস্তক্ষেপকে “কূটনৈতিক সম্পর্ক” বলে আড়াল দেয়। অথচ বাস্তবতা হলো, যে দেশের জনগণ নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না, যাদের বাজার, সংস্কৃতি, রাজনীতি—সবকিছু অন্যের প্রভাবে পরিচালিত হয়, তারা প্রকৃত স্বাধীন নয়।

বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পেতে রক্ত দিয়েছে। এখন সময় এসেছে ভারতের প্রভাবের শৃঙ্খল ভাঙার। আমাদের নিজেদের পণ্যকে অগ্রাধিকার দিতে হবে, নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে, এবং সবচেয়ে বড় কথা—নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেদের হাতে নিতে হবে।

স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে মানসিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, নীতিনির্ধারণে স্বাধীনতা। আজ সময় এসেছে নতুন এক মুক্তিযুদ্ধের—শোষণের বিরুদ্ধে, প্রভাবের বিরুদ্ধে, আত্মমর্যাদার পক্ষে।

আমরা আর কারও ছায়ায় নয়—নিজের আলোয় বাঁচতে চাই।

—আল আমিন মিলু
আহ্বায়ক
গণঅধিকার পরিষদ
,সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট