1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

লাল-সবুজের পতাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

আজও লাল-সবুজের আকাশে
উড়ে সেই পতাকা—
কিন্তু তার ভাঁজে ভাঁজে জমে আছে
একাত্তরের নারীর কান্না।

রক্তে লেখা হয়েছিল স্বাধীনতা,
কিন্তু রক্তের দায় মুছে গেল মুখে হাসি মেখে—
যাদের হাতে ছিঁড়ে গিয়েছিল মা-বোনের স্বপ্ন,
আজ তারাই হাঁটে রাষ্ট্রীয় গৌরবে।

আমরা দেখি—
নীরব শহীদ মিনার,
তবু কানে বাজে গোপন ক্রন্দন,
যেন কেউ প্রশ্ন করছে—
“আমাদের ত্যাগ কি ছিল কেবল এক দিনের উল্লাস?”

আমরা লজ্জিত—
কারণ পতাকার নিচে
আজও বিক্রি হয় বিবেক,
আর ন্যায়ের আসনে বসে অপরাধীর ছায়া।

আমরা ক্ষমা চাই—
তাদের কাছে,
যাদের শরীর ছিল যুদ্ধক্ষেত্র,
যাদের আত্মা এখনো কাঁদে
এই অমানবিক উদাসীনতায়।

ও মাতা, ও বোন—
তোমাদের চোখের জলেই জ্বলে এই ভূমির আলো,
তোমাদের ব্যথাতেই জন্ম নেয় প্রতিরোধের গান।
কিন্তু আমরা?
আমরা তো ভুলে যাই প্রতিদিন,
ভুলে যাই—
কোথায় থেকে এসেছে এই মুক্ত বাতাস।

তাই আজ প্রতিজ্ঞা করি—
আর নীরব থাকব না,
আর সম্মান বিকিয়ে দেব না।
যারা তোমাদের অপমান করেছিল,
তারা যেন ইতিহাসের আঁধারে হারিয়ে যায়।

তোমাদের নাম,
তোমাদের ত্যাগ,
তোমাদের চোখের অশ্রু—
থাকুক এই মাটির প্রতিটি দানায়,
যেন ধুলো-ধূসরেও জেগে থাকে
বাংলার বিবেকের আগুন।

০৮/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট