1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মানবিক কাজের পুরস্কার দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনায় নওগাঁয় ভাগবত গীতা পাঠ ও মতবিনিময় সভা নরসিংদীর শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এর উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ সাংবাদিক প্রদীপ চন্দ্র মম : হত্যা চেষ্টা মামলা : অধিকতর তদন্তে পিবিআই সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস অনেকেরই নেই’ শরিফ উসমান হাদী কি মুছে যাবে বাংলার মানুষের হৃদয় থেকে? — একটি বিশ্লেষণ মায়া – আল আমিন মিলু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার সাত

আসুন রাজনীতির গুণগত পরিবর্তন করি – আল আমিন মিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের রাজনীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ রাজনীতিকে আর আস্থার জায়গা হিসেবে দেখে না, বরং ভয়, ঘৃণা ও সন্দেহের জায়গা হিসেবে দেখে। অথচ রাজনীতি হচ্ছে মানবকল্যাণের সর্বোচ্চ শিল্প—যেখানে উদ্দেশ্য থাকে ন্যায় প্রতিষ্ঠা, জনগণের সেবা, এবং রাষ্ট্রকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। কিন্তু দুঃখজনকভাবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য এখন অনেকাংশে হারিয়ে গেছে।

রাজনীতিতে আজ নেতৃত্বের চেয়ে প্রভাবশালী পদ বেশি মূল্যবান হয়ে উঠেছে, নীতি ও আদর্শের জায়গায় এসেছে দলীয় আনুগত্য আর ব্যক্তিগত স্বার্থ। শিক্ষিত, সৎ ও যোগ্য মানুষ রাজনীতির মাঠ থেকে ক্রমে সরে যাচ্ছে; জায়গা নিচ্ছে অর্থ ও ক্ষমতার দাপটে তৈরি নেতারা। এই বাস্তবতা শুধু রাজনীতির নয়, পুরো সমাজের জন্যই বিপজ্জনক সংকেত।

একসময় রাজনীতি ছিল ত্যাগের, আজ তা হয়ে গেছে ভোগের। যারা একসময় জনগণের জন্য রাজপথে সংগ্রাম করতেন, আজ তারা প্রটোকলের আড়ালে বন্দী। জনতার কণ্ঠস্বর রাজনীতির মূল প্রেরণা ছিল, এখন সেই কণ্ঠস্বরকে শোনা হয় না—বরং দমন করা হয়। এই পরিস্থিতি বদলাতে হলে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতেই হবে।

এই পরিবর্তন মানে শুধু দলবদল নয়—বরং চিন্তার পরিবর্তন। আমাদের রাজনীতিতে ফিরে আসতে হবে নীতি, সততা, জবাবদিহিতা ও দেশপ্রেমের চেতনা। রাজনৈতিক সংগঠনগুলোকে হতে হবে শিক্ষা ও সেবার কেন্দ্র। তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করতে হবে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণায়, ক্ষমতার লোভে নয়।

গণঅধিকার, স্বচ্ছতা, আইনের শাসন ও মানবিক মূল্যবোধ—এই চারটি স্তম্ভের ওপর দাঁড়াতে হবে নতুন রাজনীতির কাঠামো। জনগণের আস্থা ফিরে পেতে হলে দলগুলোকে নিজেদের ভেতর থেকেই সংস্কার শুরু করতে হবে। অভ্যন্তরীণ গণতন্ত্র না থাকলে জাতীয় গণতন্ত্রও টিকে না।

আমাদের প্রত্যেকেরই দায়িত্ব—রাজনীতিকে আবারও মানবিক, সৎ ও আদর্শিক পথে ফিরিয়ে আনা। কারণ রাজনীতি যদি নষ্ট হয়, সমাজ টিকে না; আর সমাজ যদি নষ্ট হয়, রাষ্ট্রও ভেঙে পড়ে।

তাই আসুন, ক্ষমতার নয়—পরিবর্তনের রাজনীতি করি,
নিজ স্বার্থের নয়—জনগণের রাজনীতি করি।
আর আসুন, সবাই মিলে বলি—
“রাজনীতি নয় বিভেদের, রাজনীতি হোক উন্নয়ন ও ন্যায়ের।”

আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট