1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে উপজেলাধীন লক্ষণ খলসী ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়াই সেবা: উদাহরণ সহকারী ভূমি কর্মকর্তা ইমান আলী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

রাজশাহী জেলা প্রতিনিধি: মোঃ মাসুদ রানা তুষার

ভূমি সেবা মানেই হয়রানি, ঘুষ, দালালচক্র কিংবা ঘুষের লোভ—জনমনে এমন ধারণা ছিল দীর্ঘদিনের। তবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার লক্ষণখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইমান আলী সেই ধারণা পাল্টে দিয়েছেন। তিনি দেখিয়ে দিচ্ছেন, সততা আর নিষ্ঠা থাকলে ভূমি অফিসের কাজও হতে পারে স্বচ্ছ, সহজ ও জনগণের জন্য সত্যিকারের প্রকৃত জনবান্ধব।

স্থানীয়রা জানান, অফিসে আসা সাধারণ মানুষকে তিনি সব সময় হাসিমুখে স্বাগত জানান। হোল্ডিং ট্যাক্স, নামজারি, খাজনা পরিশোধ থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজ নির্দিষ্ট সময়ে, সরকারি নিয়ম মেনেই তিনি সম্পন্ন করে দেন। সবচেয়ে বড় কথা, কোনো ধরনের ঘুষ কিংবা অতিরিক্ত অর্থের বিনিময়ে নয়—পুরো প্রক্রিয়াটিই চলছে একেবারে বিনামূল্যে ও স্বচ্ছভাবে।

একজন ভুক্তভোগী দুর্গাপুর মডেল মসজিদের খাদেম মোঃ ওমর ফারুক বলেন,
“আগে ভূমি অফিস মানেই ঘুষ দিতে হবে ও দালালের হাতে পড়তে হতো। খাজনা দিতে গেলেও অযথা ঝামেলা পোহাতে হতো। কিন্তু এখন ইমান আলী স্যার থাকায় আমাদের কষ্ট অনেক কমে গেছে। আমরা নিয়ম অনুযায়ী খাজনার দিয়েছি, এবং নামজারীর নিয়ে তার কাছে গেলে সে আমাকে বিনামূল্যে কাজ করে দিয়েছে, সে কোন টাকা পয়সা নেয় নাই এই প্রথম জানলাম ভুমি অফিসে টাকা বাদেও কাজ হয় তারই প্রমাণ হলো লক্ষণ খলসী ইউনিয়ন ভূমিক কর্মকর্তা ইমান আলী ।

বখতিয়ারপুর গ্রামের তসের মাস্টার জানান, “ভূমি সংক্রান্ত কাগজপত্র ঠিক করতে আমি অফিসে গেলে স্যার নিজেই সব দেখে দেন। কোথাও কোনো ভোগান্তি নেই। এমন সৎ কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে থাকা সত্যিই আশার কথা।”

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইমান আলী বলেন, “মানুষ সরকারের কাছে আসে সেবা পেতে, কষ্ট পেতে নয়। আমার দায়িত্ব হলো নিয়ম অনুযায়ী তাদের সেবা দেওয়া। এজন্য বাড়তি কোনো অর্থ নেওয়ার প্রশ্নই আসে না। সবার সহযোগিতাতেই আমি এভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তাঁর মতো সৎ ও কর্মঠ কর্মকর্তার কারণে ভূমি অফিস এখন সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষ ভরসা ফিরে পাচ্ছেন।

সরকারও ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম চালু করেছে। ইমান আলী সেই কার্যক্রমকে বাস্তবায়ন করছেন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে। অনলাইনে খাজনা দেওয়া থেকেহ শুরু করে বিভিন্ন আবেদন গ্রহণ পর্যন্ত সবকিছু তিনি জনগণকে নিজে বুঝিয়ে দিচ্ছেন। এতে স্বচ্ছতা যেমন বাড়ছে, তেমনি জনসাধারণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, সৎ ও নিষ্ঠাবান এ কর্মকর্তার দৃষ্টান্ত অনুসরণ করলে দেশের সর্বত্র ভূমি অফিসগুলো ঘুষ-দুর্নীতি মুক্ত হয়ে উঠবে।

ছবির ক্যাপশন : দুর্গাপুরের লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা এক পঙ্গু ব্যক্তির সঙ্গে উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমান আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট