কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ি ঊপজেলায় এবার ৪৩টি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পূজা ঊদযাপন কমিটি, সরিষাবাড়ি ঊপজেলা শাখার সভাপতি মহাদেব সাহা জানান, এবার ঊপজেলার পৌরসভায় ১৯টি ও ইউনিয়নে ২৪টিসহ মোট ৪৩টি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সরিষাবাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই রয়েছে ১৯টি মন্ডপে। এছাড়া ইউনিয়নগুলোর মধ্যে সাতপোয়ায় ২টি, পোগলদিঘায় ৪টি, ডোয়াইলে ৯টি, আওনায় ১টি, পিংনায় ৪টি, ভাটারায় ১টি, কামরাবাদে ২টি ও মহাদানে ১টিসহ ২৪টি মন্ডপ রয়েছে। সভাপতি আরও জানান, এ কমিটির সাধারন সম্পাদক সঙ্কলন রায়সহ অন্যদের সাথে নিয়ে পূজা মন্ডপগুলোর তদারকির কাজ করছেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২