নিজস্ব প্রতিবেদক
ভেবেছিলাম এ দেশটা সবার হবে। এখানে থাকবে সাম্য, ন্যায়বিচার আর মানুষের মুখে মুখে হাসি। ভেবেছিলাম ভেদাভেদ ভুলে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাবো। কিন্তু বাস্তবতা আজ বড় নির্মম। স্বাধীনতার স্বপ্ন থেকে শুরু করে গণতন্ত্রের শ্লোগান—সবকিছুই আজ ক্ষমতার খেলায় বন্দী হয়ে গেছে।
আমরা চেয়েছিলাম শান্তির বাংলাদেশ, যেখানে অন্যায়ের শিকার হতে হবে না, যেখানে দুর্নীতির বোঝা বইতে হবে না। কিন্তু আজ দুর্নীতি যেন রক্তে মিশে গেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই হয়রানি আর নিপীড়নের শিকার হতে হয়। মানুষের স্বপ্নগুলো কেবলই ভেঙে যাচ্ছে, প্রতিদিনই সুখের প্রত্যাশা বদলে যাচ্ছে হতাশায়।
এই দেশে এখন সাধারণ মানুষ শান্তি চায়, দুই বেলা অন্ন চায়, সন্তানদের শিক্ষার নিশ্চয়তা চায়। কিন্তু তার বদলে তারা পাচ্ছে রাজনৈতিক বিভাজন, দমন-পীড়ন আর দারিদ্র্যের অভিশাপ। আজও গ্রামের কৃষক ফসলের ন্যায্যমূল্য পায় না, শহরের শ্রমিক ন্যায্য মজুরি পায় না, আর মধ্যবিত্ত প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রামে হেরে যাচ্ছে।
আমরা ভুলে গেছি, দেশটা কেবল রাজনীতিবিদদের নয়, দেশটা কেবল ক্ষমতাবানদের নয়—এটা সবার। কিন্তু বাস্তবতা হলো, নীতিহীন নেতৃত্ব আর স্বার্থপর রাজনীতির কারণে সাধারণ মানুষের স্বপ্নগুলো সুখ খুঁজে পায় না।
তবু আশার প্রদীপ এখনও নিভে যায়নি। তরুণরা যদি এক হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখে, তবে হয়তো একদিন এই দেশ সত্যিই শান্তির দেশে পরিণত হবে। যেখানে আর কাউকে বলতে হবে না—
“ভেবেছিলাম দেশটা সবার জন্য শান্তির হবে, কিন্তু স্বপ্ন আমার সুখ পেলোনা।”
-আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর