1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

অপেক্ষার প্রহর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

পাহাড়ের কোল ধীরে ঢেউ ফোটে,
নদীর কোল ঘুরে যায় নিঃশব্দ বাতাস।
আমি দাঁড়িয়ে আছি সূর্যের সোনালী ছায়ায়,
তবু তোমার অভাব বুকে বাজে অচেনা ব্যথা।

ফুলের ভাঁজে জমে থাকে শিশির,
কুয়াশার কোলে মিশে আছে নীরব সুর।
পাখির ডাক, পাতার নড়াচড়া—
সবেতেই খুঁজে ফিরি তোমার নামের আলোকঝলক।

প্রতিটি সন্ধ্যা যেন বলে—
“অপেক্ষার প্রহর বয়ে যায়, নীরব নদীর মতো।”
তবু ভোরের হাওয়া মৃদু হাসি ফোটায়,
মানুষের ভালোবাসা ম্লান আলোতে ঝরে।

আমি বলি— এই নিঃশ্বাসে,
প্রকৃতির নীরবতায়, বাতাসের আঙিনায়,
যত ব্যথা, যত অপেক্ষা,
সব মিলিয়ে হয় অনন্ত ভালবাসার নদী।

২০/০৯/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট