নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি সাংগঠনিক সম্পাদক পদে টেলিভিশন মাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা যায়, নির্বচনী কার্যক্রমের অংশ হিসেবে ভোটারদের কাছে ভোট প্রার্থনারত অবস্থায় ছন্দকান্দা ফেরীঘাটে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে ভোটারা তাকে জামালপুর জেনারেল হাসাপাতালে ভার্তি করেন। গত রবিবার থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম জানান, গত রোববার থেকে আমি হাসপাতালে ভর্তি আছি। এমন সময়ে আমি অসুস্থ হলাম যখন আমার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করার কথা। কিন্তু অসুস্থ থাকার কারণে আমি ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে পারছি না। এর জন্য আমি আমার ট্রাক চালক ভাই ও সদস্যদের কাছে ক্ষমাপ্রার্থী। তিনি আরো বলেন- গত নির্বাচনে আমাকে টেলিভিশন মার্কায় ভোট দিয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছিলেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই এবারের নির্বাচনেও আপনারা আবারও আমাকে টেলিভিশন মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে বাধিত করবেন।