1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোল আলুর দামে গোলমাল : কৃষকদের মনে পাকাচ্ছে গন্ডগোল জামালপুর জেলা ট্রাক-ট্যাঙ্জলড়ী, কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র মৃত সদস্য পরিবারের মাঝে চেক বিতরণ ভালো নির্বাচন না হলে সরকার টিকবে না—বর্তমান প্রজন্ম মেনে নেবে না গণঅধিকার পরিষদের তারুণ্যের প্রতীক আবুল হোসেন জীবন, হবিগঞ্জ-১ এ নতুন সমীকরণের কেন্দ্রবিন্দু হুমকি! তারুণ্যের চোখে ডোমার’ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন সরিষাবাড়ীতে বিএনপির মনোনয়ন পেলেন ফরিদুল কবীর তালুকদার শামীম শ্রীমঙ্গলে জনতা ব্যাংকের ঋণ আদায়ে সাফল্য, তরুণ প্রজন্মকে সচেতন করছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক জামালপুরের অধিপরামর্শ সভা মানসম্মত ভূমিসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার ১৫ সদস্য কমিটি গঠন

বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ শামীম রেজা, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক- তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ একটি নতুন আসন, যা নির্বাচন কমিশন সৃষ্টি করেছে। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ১৯৮৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু করি। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে বারবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছি। আন্দোলন দমনে ফ্যাসিস্ট সরকার আমাকে বারবার কারাগারে পাঠালেও আমি দলের প্রতি অটল থেকেছি। দলের স্বার্থে ত্যাগ স্বীকার করেছি। তাই মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি বিশ্বাস করি আমার নাম আলোচনায় আসবে।

তিনি আরও বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে ধানের শীষ হাতে তুলে দেবেন, আমরা সবাই মিলে তার নির্বাচনে কাজ করবো।

সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল,কাজী কিবরিয়া, বিল্লাল হোসেন, মিজানুর রহমান পাভেল, মনির হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় স্থানীয় নেতারা আরিফ হোসেন হাওলাদারের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। শান্তিপূর্ণ পরিবেশে প্রাণবন্তভাবে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট