প্রতিনিধি, সরিষাবাড়ী জামালপুর।
জামালপুর জেলার সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু ওমর ফারুক পেরীআটা এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, ‘নিহত শিশু মনির হোসেনের ৩য় ছেলে। সে সকাল বেলা খেলনা গাড়ি নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। হটাৎ সবার অজান্তে খেলতে খেলতে গাড়ি চালিয়ে বাড়ি পাশে পুকুরে পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা দেখতে পায় গাড়ি নিয়ে শিশু ওমর ফারুক পানি ভেসে আছে। সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহত শিশুর বাবা মনির হোসেন বলেন,‘বাড়ির ভিতরেই খেলা করছিল আমার ছেলে ।হটাৎ আমাদের সবার চোখের আড়ালে পুকুরের পানিতে পড়ে যায় বলে জানান। ছেলেটির এমন অকাল মৃত্যুতে পিতা-মাতা আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮