1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এসএসসি-৮৬ ব্যাচ-এর চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেবার দাবীতে মণিরামপুরে বিএনপির অর্ধলক্ষ নেতাকর্মীর বিক্ষোভ সমাবেশ গোদাগাড়ীতে মাদকের নীল ছোবল: ধ্বংসের মুখে যুবসমাজ, নেপথ্যে ধরাছোঁয়ার বাইরের ‘মাদক সম্রাটরা’ রাজশাহীতে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চলে আলু চাষে বিপ্লব, নেপথ্যে বাড়তি খরচের ভারে নুইয়ে পড়ছে কৃষকের স্বপ্ন ভালো রাজনীতি প্রতিষ্ঠিত করতে হলে ভালো রাজনীতিবিদই লাগবে—এই কথাটি শুধু একটি নৈতিক উচ্চারণ নয়, এটি একটি বাস্তব রাজনৈতিক সত্য আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! হলোনা ন্যায় বিচার -আল আমিন মিলু

ব্যর্থতার পথে ২৪ এর বিপ্লব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

২৪ এর বিপ্লব ছিল এদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। মানুষ ভেবেছিল—দীর্ঘদিনের অন্যায়, অবিচার, দমন-পীড়ন আর দুর্নীতির অবসান ঘটবে। দেশের মাঠে-ঘাটে, রাজপথে যে রক্ত ঝরেছিল, তা হবে এক নতুন সমাজব্যবস্থার বীজ। জনগণ বিশ্বাস করেছিল—এবার হয়তো সৎ, নীতিবান ও যোগ্য নেতৃত্বের হাতে দেশ গড়ে উঠবে। কিন্তু অল্প দিনের ব্যবধানেই দেখা যাচ্ছে, সেই বিপ্লব যেন ব্যর্থতার দিকে এগোচ্ছে।

কারণ খুঁজতে গেলে প্রথমেই চোখে পড়ে নেতৃত্ব সংকট। যে নেতাদের কাঁধে ভর করে এই বিপ্লব সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল, তাদের অনেকেই ব্যক্তিগত স্বার্থ আর গোষ্ঠীগত সুবিধার ফাঁদে আটকা পড়েছেন। কেউ ক্ষমতার স্বাদ নিতে ব্যস্ত, কেউ আবার দলাদলির রাজনীতিকে সামনে টেনে আনছেন। ফলে যে ঐক্যের শক্তিতে বিপ্লবের সূচনা হয়েছিল, তা আজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে।

দ্বিতীয়ত, আমলাতন্ত্র ও দুর্নীতির শেকড় এখনো অটুট। জনগণ যে মুক্তির স্বপ্ন দেখেছিল, তার বিপরীতে এখনো অফিস-আদালতে একই দুর্নীতিবাজদের ছড়াছড়ি। ঘুষ, প্রভাব খাটানো, সুপারিশ—সবই পুরনো দিনের মতো বহাল তবিয়তে চলছে। জনগণ হতাশ, কারণ তারা পরিবর্তনের বদলে পুরনো রঙিন মোড়কে সেই একই পুরনো চিত্র দেখছে।

তৃতীয়ত, গণতন্ত্রের যে চর্চা এই বিপ্লবের অঙ্গীকার ছিল, তা আজ প্রশ্নবিদ্ধ। নির্বাচনী প্রক্রিয়া, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার—সবকিছুতে আগের মতোই শঙ্কা বিরাজ করছে। যারা আগে একনায়কতন্ত্রের বিরুদ্ধে গলা ফাটিয়েছিল, তারাই আজ সমালোচনার মুখে অস্বস্তি বোধ করছে।

এভাবে চলতে থাকলে জনগণ আরও হতাশ হয়ে পড়বে। আর ইতিহাস সাক্ষী—যখন কোনো বিপ্লব জনগণের আশা পূরণে ব্যর্থ হয়, তখন সেই বিপ্লব ধীরে ধীরে বিশ্বাসঘাতকতায় পরিণত হয়। ২৪ এর বিপ্লব যদি সত্যিই সফল করতে হয়, তবে এখনই নেতৃত্বকে আত্মসমালোচনায় ফিরতে হবে। দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ মানুষকে সুযোগ দিতে হবে। গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

নাহলে ২৪ এর বিপ্লবও কেবল ব্যর্থতার অধ্যায় হয়ে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হবে—একটি অপূর্ণ প্রতিশ্রুতির নাম হয়ে।

-আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট