প্রদীপ চন্দ্র মম
আলো বলে— কালোর বুকে, খুঁজে আমি আশ্রয়,
রাত্রির গহনে শিউলি ঝরে, ভোরে বেজে যায় স্রোয়।
কালো বলে— আলো ছাড়া, শূন্যতার দাহ,
চাঁদহীন আকাশ যেমন, হারায় নদীর পথচাহ।
পৃথিবী যেন সখ্য-মায়া, আলো-কালোর হাত,
দিন ফুরালে রাতের আঁচল, তারায় জ্বলে রাত।
মানুষও তাই সুখ-বিষাদে, বোনে জীবনের গান,
অন্ধকারে আলো খোঁজে, আলোতে অন্ধকার প্রাণ।
তুমি তবে— কালো বলেও, আলোর মতো ধরা,
অস্তিত্বের প্রান্ত দুটোয়, কবিতায় রয়েছো ভরা।
২১/০৮/২০২৫ খ্রিঃ।