মাহবুবুর রহমান জিলানী,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে টঙ্গীর কাদেরিয়ার গেট থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সফিউদ্দিন স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। অনান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সোহেল চৌধুরী, আব্দুল রব, ফয়সাল আহমেদ রুবেল, রাকিবুল হাসান, শাকিল আহমেদ, বাহাদুর, খোরশেদ আলম, আব্দুল রবসহ স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন বলেন,বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচি সমূহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নির্দেশে দেশের সর্বস্তরের জনগণের কাছে বিএনপির পরিকল্পনাগুলো ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।