প্রদীপ চন্দ্র মম
পথের ধুলোয় পড়ে আছে ছিন্ন পতাকা,
যেন স্বাধীনতার রক্তমাখা কাপড়
আজ আর কারও বুক উষ্ণ করে না।
নির্বাচনের নামে জ্বলছে শ্বাপদের উল্লাস—
ভোটকেন্দ্রের আঙিনা আজ বন্দীশাল,
বন্দুকের নলেই গণতন্ত্রের স্বাক্ষর খোঁজা হয়।
শহরের দেয়ালে দেয়ালে পোস্টারের হাসি
ঢেকে রাখে লাশের গন্ধ—
গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি
নিত্যদিনের সংবাদ হয়ে গেছে আজ।
বিদেশী শক্তির লোভী চোখ
পৃথিবীর মানচিত্রে আঁকে নতুন হিসাব,
আর আমাদের নেতারা
কেবল পুতুলের মতো নাচে তাদের অঙ্গুলিহেলায়।
বিরোধী কণ্ঠস্বর চেপে ধরা হয়
সাইরেনের শব্দে,
মিছিলের শ্লোগান গিলে ফেলে
টিয়ার গ্যাসের ধোঁয়া।
বিচারহীনতার অন্ধকার গুহায়
হারিয়ে যায় নিরপরাধের আর্তনাদ—
সেখানে সত্য কেবল নীরব,
মিথ্যা মঞ্চের আলোয় রঙিন বক্তৃতা দেয়।
জনগণের চোখে জমে ওঠে তীব্র হতাশা,
তবু তারা তাকিয়ে থাকে আকাশের দিকে—
হয়তো একদিন সত্যিই ভোর হবে,
নতুন সূর্যের আলোয়
এই রক্তাক্ত পথ ধুয়ে যাবে।
১৮/০৮/২০২৫ খ্রিঃ।