কামরুল হাসান :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী উ”চ বিদ্যালয় মাঠে ১৬ আগস্ট শনিবার বিকেলে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলের বাপের দল বনাম মেয়ের বাপের দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় ছেলের বাপের দুর্গে হানা দিয়ে ৩:১ গোলে ম্যাচ জিতে পুরস্কার হিসেবে খাসি নিল মেয়ের বাপের দল। পুরস্কারের খাসিটি রোববার জবাই দিয়ে উভয় দলের মধ্যে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।
জানা যায়, ওই ইউনিয়নের রঘুনাথপুর মধ্য পাড়ার মন্ডল বাড়ীর সোহেল মন্ডল ও শামীম মন্ডল (দুই ভাই) এ ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করে। ওই ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচটিতে ছেলের বাপের দল ও মেয়ের বাপের দলের অধিনায়কত্ব করে যথাক্রমে শামীম মন্ডল ও সোহেল মন্ডল। অতিরিক্ত সময় ৫ মিনিটসহ মোট ১ ঘণ্টা ৫ মিনিটব্যাপী অনুষ্ঠিত ম্যাচে ৩:১ গোলে ম্যাচ জিতে মেয়ের বাপের দল। পুরস্কার হিসেবে খাসি পেল তারা। রোববার ওই খাসিটি জবাই দিয়ে উভয় দলের মধ্যে এক প্রীতিভোজও অনুষ্ঠিত হবে। তবে খেলায় হাত দিয়ে গোল দেয়ার চেষ্টার অপরাধে মেয়ের বাপের দলের সবুজ নামের এক খেলোয়াড় লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছে। আর ছেলের বাপের দলের আনোয়ার নামের এক খেলোয়াড়কে মাথায় পানি ঢালতে হয়েছে। কেউ বলছে প্রচ- গরমে আবার কেউ বলছে গোল শুধানোর অতিরিক্ত চাপে এমনটা হয়েছে। এ ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচটির দর্শক হিসেবে স্বে”ছাসেবক দলের নেতা মামুন আল আছাদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও মইফুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন সেলিম ও রাশেদ ফকির, শ্রমিক দল নেতা আনছার আলী ও আমজাদ আলীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষ উপভোগ করে। ম্যাচটি পরিচালনা করে বিদ্যুৎ হোসাইন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২