1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার। অব্যক্ত আলোর মানচিত্র তৃণমূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতিতে সফল হওয়া সহজ নয় একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জালিয়াতি করে ওয়াকফ এস্টেটের জমি জবর দখল

রক্তের কার্নিভাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

আজকে তুমি এক অচেনা জনতার মঞ্চে—
রক্তের কার্নিভালে প্রধান প্রদর্শনী,
যেখানে হাতুড়ি, বাঁশ, ইট—
সবাই তোমার শরীরে স্বাক্ষর রাখছে
যেন এই যুগের নিষ্ঠুর শিল্পীরা
নিজেদের সেরা ক্যানভাসে রঙ মাখাচ্ছে।

আমি দূর থেকে দেখি—
আলোর বদলে স্ক্রিনের নীল আলো জ্বলে,
আমার আঙুলে শাটার চাপা পড়ে,
মানুষের মৃত্যু পিক্সেলে বন্দি হয়
যেন ট্রফি সাজানোর মতো করে
টাইমলাইনে তুলে দিই।

পুলিশ দাঁড়িয়ে থাকে—
তাদের চোখে কোন বিস্ময় নেই,
শুধু শীতল পাহাড়ের মতো নিশ্চলতা,
যেন আইন এখন শুধু একটি ছায়া—
যা মাটিতে পড়ে আছে, অথচ
কাউকে আর ছুঁতে পারে না।

জনতা হাততালি দেয়—
তাদের কণ্ঠে বিজয়ের গর্জন,
যেন ন্যায়বিচার নয়,
প্রাচীন রোমের কলোসিয়ামে
সিংহ ও মানুষের রক্তখেলাই ফিরে এসেছে।

কিন্তু আমি জানি—
আগামীকাল হয়ত তুমি নও, আমি,
বা আমার মায়ের চোখে জল ধরা কোনো নারী,
যে ভুল সময়ে
ভুল রাস্তায় পা দিয়েছিল।

আমি আকাশের দিকে থুতু ফেলি—
আর তা ফিরে এসে
আমার মুখে ঝাপটা মারে,
মনে করিয়ে দেয়—
এই ঘৃণার বীজ আমরা সবাই বুনছি,
আর ফসল তুলব নিজের বুকের ভেতরেই।

এই শহরে এখন
মানুষের মৃত্যুর ওপর দিয়ে
লাইক, শেয়ার, হাসির ইমোজি ভাসে,
যেন মানবতা শুধু একটা পুরোনো শব্দ—
যা অভিধানের ধুলোয় চাপা পড়ে আছে।

আমি স্বপ্ন দেখি এক দিনের—
যখন মবের স্লোগানের বদলে
শোনা যাবে—
“থামো, এ হাত মানুষ মারার জন্য নয়।”

১৬/০৮/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট