1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

জুলাই বিপ্লবের পরবর্তী বাস্তবতা ও স্বচ্ছ রাজনীতির সংগ্রাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ এখন এক অদ্ভুত বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিপ্লবের সময় যে স্বপ্ন, যে প্রত্যাশা, যে অঙ্গীকার নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, তা ছিল মূলত একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবতা হচ্ছে—এদেশে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করা শুধু কঠিন নয়, অনেক সময় তা জীবন-মৃত্যুর লড়াইয়ের মতো।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু আন্দোলন, বহু ত্যাগ, বহু রক্তক্ষয় হয়েছে। তবুও কেন জনগণ আজও নীতিহীন রাজনীতির শিকার? কারণ, রাজনীতিকে পেশা নয়, ব্যবসা বানিয়ে ফেলেছে এক শ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী। তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য যেকোনো উপায় অবলম্বন করতে দ্বিধা করে না।

জুলাই বিপ্লবের পর মানুষ ভেবেছিল—এবার হয়তো বদল আসবে, এবার হয়তো রাজনীতি হবে নীতি ও আদর্শের জায়গা, দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান হবে। কিন্তু পরিবর্তনের শত্রুরা যে কত গভীরে শেকড় গাড়ে রেখেছিল, তা এখন সবাই বুঝতে পারছে। যারা বিপ্লবের সময় সুযোগ বুঝে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছিল, তারা আজও সেই পুরনো কৌশলেই ক্ষমতার মঞ্চ সাজাচ্ছে।

স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা মানে কেবল দুর্নীতি দমন নয়—এটি মানে রাজনীতিকে মানুষের সেবা ও দেশের উন্নয়নের মাধ্যম বানানো। কিন্তু এখানে রাজনীতি যেন একটি প্রতিযোগিতা—কে বেশি ক্ষমতা দেখাতে পারে, কে বেশি সম্পদ গড়তে পারে, কে বিরোধীকে বেশি দমন করতে পারে। এই মানসিকতার মধ্যেই আমাদের আসল সংকট।

তবে আশার কথা হলো—জুলাই বিপ্লব প্রমাণ করেছে, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তবে কোনো অন্ধকার শক্তি চিরদিন টিকে থাকতে পারে না। এখন দরকার সেই ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখা, এবং রাজনীতিতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলা।

যদি আমরা সত্যিই স্বচ্ছ রাজনীতি চাই, তবে শুধু ক্ষমতাবানদের নয়, নিজেদের মধ্য থেকেও নীতিহীনতার চর্চা দূর করতে হবে। কারণ রাজনীতি জনগণের প্রতিফলন, আর জনগণ যদি নীতিতে অটল হয়—তবে রাজনীতিও সেদিকে যাবে।

জুলাই বিপ্লবের পর বাংলাদেশ যে শিক্ষা পেয়েছে, তা স্পষ্ট—স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা একটি দীর্ঘমেয়াদী লড়াই, কিন্তু এই লড়াই থামিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ স্বচ্ছ রাজনীতি ছাড়া মুক্তি নেই, গণতন্ত্র নেই, আর গণতন্ত্র ছাড়া এই দেশ কোনোদিনও প্রকৃত অর্থে স্বাধীন হতে পারবে না।

আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট