নাজমুল হাসান রাজ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনা মৌজায় সংখ্যালঘু বিশ্বজিৎ সরকারের সাড়ে তিন শতক জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে সিয়াম টেলিকম এর পরিচালক মোঃ রাসেল মিয়ার বিরুদ্ধে।
শ্রী বিশ্বজিৎ সরকার অভিযোগ করেন, আমি
এই জায়গা টা ছাইফুল ইসলামের কাছ থেকে
প্রায় দুই মাস আগে ক্রয় করেছিলাম। আমি এই জায়গায় ঘরবাড়ি উত্তোলনের চিন্তাভাবনা করছিলাম। তার পর সাইফুল ইসলামের ভাতিজি জামাই রাসেল আজ দুপুরে লোকজন নিয়ে এসে আমার কেনা জায়গায় জোরপূর্বক ঘর উত্তোলন করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মৌখিক অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, রাসেল জোর করে বিশ্বজিৎ জায়গায় ঘর উত্তোলনের করে।
স্থানীয় দুলাল শেখ জানান, শুনলাম বিশ্বজিৎ এই জায়গাটি কিনেছে। আজকে দেখলাম রাসেল এখানে ঘর উত্তোলন করেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম সঙ্গে মুঠোফোন যোগাযোগ করলে তিন বলেন,বিশ্বজিৎ আমাকে ফোন করে বলে রাসেল আমার জায়গায় জোর করে ঘর তুলছে। আমি রাসেলকে ঘর তোলার নিষেধ করি। এরপরেও সে ঘর তোলে।
ঘর উত্তোলনের বিষয়ে রাসেল এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,আমার জায়গায় আমি ঘর তুলেছিলাম। এই জায়গার কাগজপত্র দেখে স্থানীয় নেতৃবৃন্দ এর সমাধান দিয়েছে।