প্রদীপ চন্দ্র মম
যুদ্ধ নয়, শান্তি চাই—
মারণ খেলা থামুক ভাই!
পারমাণবিক ছায়া সরাও,
নীল আকাশ ফিরিয়ে দাও।
অস্ত্র কারখানা ভেঙে ফেলো,
জীবনের গান আবার বেলো,
চাঁদাবাজের দাঁত ভাঙো,
খুনির হাতে শিকল লাগাও।
ধর্ষকের চোখ করো ছাই,
মানবতার আগুন জ্বলাই,
সাংবাদিকের কলম বাঁচাও,
সত্যের কণ্ঠ মুক্ত রাখাও।
মবের নামে হত্যা থামাও,
নিরীহ প্রাণে ভালোবাসা জামাও,
মানবাধিকার সবার জন্য—
শপথ নাও এই মঞ্চে দাঁড়িয়ে।
আমরা বলি, জোরে বলি—
না অন্যায়, না অবিচার,
এই পৃথিবী সবার ঘর,
শান্তি হোক সবার অধিকার।
যুদ্ধ নয়, শান্তি চাই—
মানুষ বাঁচাও, জীবন বাঁচাই!
১১/০৮/২০২৫ খ্রিঃ।