1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি মধ্যপাড়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবারে পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

অগ্নিকান্ডের ঘটনায় সাতটি গরু ও সাতটি ছাগল এবং নগদ অর্থসহ অনেক ক্ষতিগ্রস্ত হয় এই অসহায় পরিবারটি।

পোল্যাকান্দি মধ্যপাড়া গ্রামের কৃষক জামাল উদ্দিনের তেমন কোনো জমি জমা নেই। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনমতে সংসার জীবন চালাচ্ছিলেন।

কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস এক অগ্নিকান্ডে সারা জীবনের কষ্ট উপার্জিত গরু, ছাগল ও নগদ টাকাসহ সবকিছু হারিয়ে নিরুপায় হয়ে খেটে খাওয়া কৃষকটি। প্রায় ৬/৭ লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণ করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সবকিছু হারিয়ে কৃষক পরিবারটি এখন প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

প্রতিবেশীর এমন ক্ষতির কথা শুনে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি গ্রামের শিক্ষক মরহুম বিশু মাস্টারের ছেলে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মিজানুর রহমান মিজান কৃষক পরিবারের কাছে দুই বান্ডিল টিন ও অন্যান্য সহযোগিতা করেন।

এ সময় স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ আলতাব হোসেন, সাবেক ইউপি সদস্য আহমদ আলী আকলু ও সমাজসেবক মানিক মিয়াসহ অনেকেই ছাত্রদল নেতা মিজানের এমন মহৎ কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, প্রতিবেশীর এমন অসহায়ত্বের কথা চিন্তা করে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি পরিবারটির পাশে দাড়াতে। এমন সমাজিক ও মানবিক কাজে আমার সহযোগিতা সব সময় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট