প্রদীপ চন্দ্র মম
সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং গোটা সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও আতঙ্কের বার্তা। একজন সাংবাদিক তার কলম ও ক্যামেরাকে সত্য প্রকাশের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। কিন্তু যখন সেই সত্য প্রকাশের দায়ে তাকে প্রাণ দিতে হয়, তখন তা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হয়ে দাঁড়ায়।
এই হত্যাকাণ্ড আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে, সত্য বলার জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। সাংবাদিকদের ওপর ভয়-ভীতি, হুমকি ও সহিংসতা এমন এক পরিবেশ তৈরি করছে যেখানে অনেকেই আত্মনিয়ন্ত্রণে বাধ্য হচ্ছেন। এর ফলে অনুসন্ধানী সাংবাদিকতা ও দুর্নীতি-অবিচার উদ্ঘাটনের কাজ ব্যাহত হচ্ছে, যা জনগণের তথ্য জানার অধিকারকে খর্ব করে।
তুহিনের মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়—এটি স্বাধীন সাংবাদিকতার শেকড় কেটে দেওয়ার চেষ্টা। যদি অপরাধীরা শাস্তি না পায়, তবে এটি হবে ভবিষ্যতের জন্য একটি ভয়ঙ্কর নজির। তাই প্রয়োজন স্বচ্ছ ও দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা।
সত্যের জন্য লড়াই করা সাংবাদিকদের কণ্ঠরোধ করলে তা শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্রকেই দুর্বল করে। তুহিনের প্রতি শ্রদ্ধা জানাতে হলে আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে—সত্য, ন্যায়বিচার ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে।
লেখক :- প্রদীপ চন্দ্র মম, কবি ও সাংবাদিক