সোহেল রানা
জামালপুরের সরিষাবাড়ীতে আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নির্যাতন ও হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট ) সকালে আরএনসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ
আলী প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে নির্যাতন ও হেনস্থা করার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মাদারগঞ্জ – সরিষাবাড়ী সড়কে ইউসুফ আলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ২ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ মিছিল করে ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ ।
এ সময় স্কুলের ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, চুনিয়াপটল গ্রামের মনির উদ্দিন এর ছেলে ইউসুফ আলী গত ৩ আগস্ট রোববার ক্লাসে রফিকুল ইসলাম স্যারের সাথে স্কুল ড্রেস , অভিভাবক সমাবেশে অভিভাবককে না নেওয়া কথা বললে উত্তেজিত হয়ে টেবিলের উপর বই, খাতা পত্র রেখে ক্লাস থেকে বের হয় এবং খারাপ আচরণ করে। এ অবস্থা ইউসুফ আলীকে স্কুল থেকে বরখাস্ত করা ও এই কুলাঙ্গারকে গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিতের দাবীসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
শিক্ষক -শিক্ষিকা জানান, এ ঘটনার সুষ্ঠু বিচারসহ সারা দেশে শিক্ষক নির্যাতন ও হেনস্ত বন্ধের দাবি সহ নিন্দা ও দুঃখ প্রকাশ করেন ।
এ বিষয়ে প্রধান শিক্ষক জানান , আমার স্কুলে পাক নির্বাচনী পরীক্ষা হয় ইউসুফ আলী সহ অনেকেই ফেল করে এই বিষয়ে আমি অভিভাবক সমাবেশ করি । সেই সমাবেশে ইউসুফ আলী তার বাবা মাকে উপস্থিত করে নাই এবং স্কুল ড্রেস না পড়ে আসাই আমি তাকে বললে আমার সাথে খারাপ আচরণ করে ক্লাস থেকে চলে যায়।এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।