1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

বিদ্যা আবরনে : শিক্ষা আচরনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

বাঙলা সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র বাঙালি, কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের একটি বিখ্যাত উক্তি-‘বিদ্যা আবরনে আর শিক্ষা আচরনে।’ অর্থাৎ, কবি এ উক্তিতে বিদ্যা আর শিক্ষার বহি: প্রকাশক মাধ্যম সম্পর্কে বুঝিয়েছেন। আরেকটি কথা আছে, স্ব-শিক্ষত মানেই সু-শিক্ষিত। তাই বিদ্যা তথা শিক্ষা অর্জনের গুরুত্ব অনেক। কিন্তু জ্ঞান বিষয়টির ব্যাপকতা অনেক গভীরে। কারন, জ্ঞানই শক্তি। জ্ঞান অর্জনের ক্ষেত্রে কতিপয় কলা-কৌশল রয়েছে। এ বিষয়ে গ্রীসের বিখ্যাত দার্শনিক সক্রেটিস একটি সিক্রেট মন্ত্র বাতলিয়ে গেছেন। আর তা হলো-বলবে কম, শুনবে বেশি। আর জানার জন্য বেশি বেশি প্রশ্ন করবে। মানে- প্রশ্নের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে বের করবে। এই তো সে দিন ৩০ জুলাই পেশাগত কাজে জামালপুর সদর উপজেলার রশিদপুর আর শ্রীপুর ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছিলাম। দড়িপাড়া রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে না পেয়ে সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সাথে কথা হয়। এবারের এসএসসি’র ফলাফল বিষয়ক তথ্য দিয়ে সহযোগিতা করেন তিনি। তিনি জানান, এবার মোট ৭২ জন শিক্ষার্থী এসএসসি’র রেজি: ও ফরমপূরণ করে। তবে পরীক্ষায় অংশ নেয় ৭১ জন। তন্মধ্যে পাস করে ২৭ জন। আর ফেল করে ৪৪ জন। পাশের হার শতকরা ৩৮.০২ ভাগ। আবার ফেলের হার শতকরা ৬১.৯৭ ভাগ। অর্থাৎ পাসের চেয়ে ফেলের হার দ্বিগুণ প্রায়। ফলাফল নি¤œগামী হওয়ায় পেছনে তিনি কয়েকটি বিষয় তুলে ধরেন। যেমন-শিক্ষার্থীদের ঠিকমত পড়াতে পারেন নি, শিক্ষার্থীরা অমনোযোগী, পুরান আর নতুন সিলেবাস, শিক্ষার্থীদের অস্থিরতা, মোবাইলে আসক্তি ও অভিভাবকদের উদাসীনতা। এ মানুষ গড়ার কারিগর কোন সত্য গোপন না করে সোজা সঠিক ও সত্য তথ্যই দেন। প্রতিষ্ঠানের ফলাফল নি¤œগামী হওয়ায় তা প্রকাশে অনিহা প্রকাশ করি। এত তিনি যা সত্য তা প্রকাশে বাধা নেই বলে মন্তব্য করে বসেন। এমন কি তিনি যা সঠিক ও সত্য, সে তথ্যই প্রকাশের অনুরোধ করেন। তার সততার কাছে হেরে গিয়ে পুরস্কার স্বরূপ দুই বার ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু এ বিষয়টি সহজভাবে মেনে নেন নি সহকারী শিক্ষক (সমাজ) ফরিদ ছার। ধন্যবাদ জ্ঞাপন বিষয়টিকে অবজ্ঞাসূচক ভেবে এ প্রতিবেদক তথা লেখককে একহাত দেখে নেন তিনি। যেমন, আপনি কে? আপনি কি কোন পরিদর্শক? আপনি সাংবাদিক হলে কোন পত্রিকার সাংবাদিক? আপনার সার্টিফিকেট দেখান! ইত্যাদিসহ আরো অনেক প্রশ্নবাণে জর্জিত করেন। সাধ্যমত জবাব দিলেও তিনি নাছুড় বান্দারমত সার্টিফিকেট দেখাতেই বলছেন। সেই সাথে অসৌজন্যমূলক আচরনও করেন তিনি। শেষে প্রধান শিক্ষক ছাবেদ আলীকে ফোনে ঘটনা খুলে বললে শুনে তিনি হেসে দেন। সেই সাথে মন্তব্য করেন, এখানে সাংবাদিকের সাথে এতো প্রশ্ন আর কৈফিয়ৎ কিসের! অতএব, ‘বিদ্যা আবরনে আর শিক্ষা আচরনে।’ (লেখক: কামরুল হাসান, ০১৯১৪-৭৩৫৮৪২#ডিরেক্টর-বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ঢাকা @ সাংবাদিক, মানবাধিকার কর্মী, কলাম-ফিচার লেখক এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট