1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

গাজীপুর সদর উপজেলায় জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা সদর উপজেলার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলনে আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার ইনসানিয়া মডেল মাদ্রাসা ময়দানে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দারস পেশ করেন গাজীপুর জেলার সম্মানিত নায়েবে আমির মাওলানা শেফউল হক।

সম্মেলনে ব্যক্তিগত রিপোর্টের আলোকে রুকনদের মান, উপজেলা শাখার ষান্মাসিক রিপোর্ট এবং সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনের কাজের পর্যালোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলার তারবিয়াত সেক্রেটারি মাওলানা মাহমুদুল্লাহ।

গাজীপুর সদর উপজেলা আমির আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুজ্জামান মৃধার সঞ্চালনায় উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন প্রফেসর আব্দুল বারী,মাওলানা শফিকুল ইসলাম, কামরুজ্জামান মন্ডল, সদর উপজেলা বাইতুল মাল সম্পাদক বশির উদ্দিন, অফিস সম্পাদক ইঞ্জিঃ রাশেদুল কবীর,
মাওলানা রফিকুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ,গাজীপুর সদর উপজেলার পেশা বিভাগের সভাপতি মো: মহসীন আলী, সদর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলিম, যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম, বাড়িয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রশিদ, ভাওয়ালগড় ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান,মির্জাপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত আমির ডাক্তার আলী আকবর প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ড. মো জাহাঙ্গীর আলম বলেন,মহানবী (স:) মক্কী জীবনে বিপন্ন মানবতার মুক্তির লক্ষ্যে যে পাঁচ দফা কর্মসূচি পালন করেছিলেন জামায়াতের সকল নেতাকর্মীর সেই কর্মসূচি পালনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাহলেই যুগ যুগ ধরে চলমান বৈষম্যের শিকার এদেশের জনগণ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিবে।

তিনি আরও বলেন, “জামায়াত একটি আদর্শিক কাফেলা। আমাদের রুকনদের উচিত সত্য ও ন্যায়ের পথে অটল থেকে সমাজে পরিবর্তনের জন্য সাহসিকতার সঙ্গে কাজ করা। আল্লাহর ওপর ভরসা রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রুকনদের নেতৃত্ব দিতে হবে।”

আমীর সম্মেলনের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণকারী রুকনরা দলীয় আদর্শ ও সংগঠনের দিকনির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলন শেষে রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট