1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার। অব্যক্ত আলোর মানচিত্র তৃণমূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতিতে সফল হওয়া সহজ নয় একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জালিয়াতি করে ওয়াকফ এস্টেটের জমি জবর দখল

জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ডোমারে জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক ও সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ডোমার উপজেলার ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার চত্বরে জাসাস ডোমার উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল মালেক মুকুল-এর সভাপতিত্বে এবং পৌর জাসাসের আহ্বায়ক রওশন রশীদ-এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও পৌর বিএনপির সহ সভাপতি তমিজ উদ্দিন, জাসাসের উপজেলা সদস্য সচিব আতিদুল হক বাচ্চু, জাসাসের পৌর যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এবং পৌর সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সোহাগ সহ অন্যান নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার বিরুদ্ধে কটাক্ষ করা মানেই মুক্তিযুদ্ধ ও দেশের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া। একইভাবে তারেক রহমানের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, তা একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।”

তারা আরও বলেন, “সম্প্রতি ঢাকায় ছাত্রদল নেতা সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি বিশেষ মহল বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। অথচ প্রকৃত ঘটনা তদন্ত করলে দেখা যাবে, এতে সম্পৃক্ততা নেই বিএনপি বা এর অঙ্গসংগঠনের। এসব অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। আমরা এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

প্রতিবাদ কর্মসূচি থেকে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট