প্রদীপ চন্দ্র মম
নেতা নেতায় দ্বন্দ্বে জর্জর,
ভাষণে আগুন, পথে কবর।
মতবিরোধে ঝরে রক্ত,
নীরব জনতা, ভয়েতে স্তব্ধ।
সমাবেশে বোমা, শ্লোগানে শ্বাস,
হয়রানির মামলা—স্বাধীনতার পরিহাস!
রাষ্ট্রীয় ছায়ায় চলে খেলা,
দূর্বার গতিতে ছুটছে ভেলা।
চাঁদাবাজের হাতের খড়গে
ব্যবসায়ীর রাত কাটে ভয়ের মোড়কে।
নারীর কান্না গুমরে ওঠে,
ধর্ষকের হাসিতে মানবতা কেঁপে উঠে।
ইতিহাসের পাতায় আগুন জ্বলে,
মুক্তিযুদ্ধ হারায় অন্ধগলির চোরাবালিতে।
বীরদের নাম ভুলে যায় জাতি,
রাজনীতির মঞ্চে বিক্রি হয় স্মৃতি।
এই বাংলার ঝাপসা আকাশ,
বিবেকের জমিনে নিশ্বাসহীন বিশ্বাস।
ভবিষ্যৎ যেন ধোঁয়ার কুয়াশা,
আতঙ্কে জন্মায় নতুন প্রজন্মের আশা।
তবু কি থামবে না এই নিপীড়ন?
তবুও কি গাইবে না প্রতিবাদের গান?
বাংলা জেগে উঠুক আবার—
সত্যের দীপ্তিতে হোক পুনর্জন্ম তার।
১৮/০৭/২০২৫ খ্রিঃ।