1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিষ্পেষিত বাংলার কান্না জামালপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরিষাবাড়ী উপজেলা আ.লীগের সভাপতি বাদশা’র সম্পদের তথ্য গোপন, দুদকের মামলা কৃতি শিক্ষার্থী মানবাধিকার নেতা জিয়ার মেয়ে জেরিন এবারের এসএসসি-তে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে ঝুঁকি জেনেও নিশ্চুপ পুলিশ প্রশাসন—প্রশ্ন জনমনে ময়মনসিংহ বিভাগের তৃতীয় স্থানে সরিষাবাড়ীর চিলড্রেন্স হোম পাবলিক স্কুল ৬১ জনের জিপিএ-৫ নিয়ে শতভাগ পাস প্রথমবারের মতো মাদারগঞ্জ আবদুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা ছাত্রদলের কমিটি গঠন তারাকান্দিতে বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নিশ্ছিদ্র এক অন্ধকারে ডোমারে গৃহবধূ হত্যা মামলায়,শ্বাশুড়ি রাজশাহীতে গ্রেফতার

সরিষাবাড়ী উপজেলা আ.লীগের সভাপতি বাদশা’র সম্পদের তথ্য গোপন, দুদকের মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সরিষাবাড়ী উপজেলা আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অভিযোগে মামলা দায়ের করেছে জামালপুর দুর্নীতি দমন কমিশন ( দুদক)। ১৬ জুলাই বুধবার সকালে  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছানোয়ার হোসেন বাদশা সরিষাবাড়ী উপজেলা পেগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত গোলাপ উদ্দিনের ছেলে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারী পরিচালক মো.জিহাদুল ইসলাম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি করেন।

মামলায় উল্লেখ করা হয়, ছানোয়ার হোসেন বাদশার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। বাদশা ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে অবৈধ/জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের কাছে পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারী করা হয়। ছানোয়ার হোসেন বাদশা ২০২১ সালের ২৪ জানুয়ারি সম্পদ বিবরণী দাখিল করেন।

দুর্নীতি দমন কমিশন তার সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৭০ লাখ ৭১ হাজার ৮০০ টাকা মূল্যের স্থাবর ও ১ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৬০৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। মোট ২ কোটি ৮৫ লাখ ০৪ হাজার ৪০৮ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য ঘোষনা করেছেন তিনি। সেসব সম্পদ বিবরণী যাচাইয়ের সময় ৩ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৪০৭ টাকা মূল্যের স্থাবর ও ১ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৬০৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। মোট ৫ কোটি ০২ লাখ ৩০ হাজার ০১৫ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পায় দুদক।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ছানোয়ার হোসেন বাদশা ২০২১ সালের ২৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদর্শন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া ছানোয়ার হোসেন বাদশা ২০২১ সালের ২৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী ফরম এ তে তার নামে ৮৩ লাখ ৫৮ হাজার ৯০৬ টাকার দায়-দেনা ঘোষণা প্রদান করেন। যাচাইয়ের সময় তার গ্রহণযোগ্য দায়-দেনার পরিমাণ পাওয়া যায় ৫৩ লাখ ৪০ হাজার ৪৫২ টাকা।

এজাহারে উল্লেখ করা হয়, ছানোয়ার হোসেন বাদশার আয়কর নথি পর্যালোচনায় দেখা যায় যে, ২০২১-২২ করবর্ষ পর্যন্ত তিনি মোট আয় করেছেন ১ কোটি ৩৫ লাখ ১৬ হাজার ৭০৯ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় করেছেন ৫০ লাখ ০২ হাজর ৪৫৮ টাকা। ব্যয় বাদে তার নীট সঞ্চয় পাওয়া যায় ৮৫ লাখ ১৪ হাজার ২৫১ টাকা। তার গ্রহণযোগ্য দায়-দেনার তথ্য পাওয়া যায় ৫৩ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার। দায়-দেনাসহ তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ৭০৩ টাকা।

অনুসন্ধানে দেখা যায়, ছানোয়ার হোসেন বাদশা তার নিজ নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে ৩ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৪০৭ টাকা মূল্যমানের স্থাবর সম্পদ এবং ১ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৬০৮ টাকা মূল্যমানের অস্থাবর সম্পদসহ মোট ৫ কোটি ০২ লাখ ৩০ হাজার ১৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩১২ টাকা। এক্ষেত্রে তিনি তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩১২ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন তা নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আওয়ামী লীগ ছানোয়ার হোসেন বাদশা ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন। তাই এই বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচলাক (মামলার বাদী) মো.কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ছনোয়ার হোসেন বাদশা তার দাখিলকৃত সম্পদ বিবরনীতে তথ্য গোপন করেছেন এবং দুদক অনুসন্ধান করলে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। ফলে তার বিরুদ্ধে দুদক এই মামলা দায়ের করেছেন। তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট